মহাকাশে ডিনার ডেটে যাওয়ার সুযোগ! কত খরচ হবে এই স্বপ্ন পূরণে? জেনে নিন

আপনি কি পৃথিবী থেকে ৯৮ হাজার ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় ডিনার করতে চান? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে মহাকাশ পর্যটক সংস্থা স্পেসভিআইপি (SpaceVIP) মানুষের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে আসতে চলেছে।
এই অফারে একজন ব্যক্তি মহাকাশে ঝুলন্ত অবস্থায় রাত্রে ডিনার করতে পারবেন। থাকবে বিশেষ ধরনের এক মহাকাশ বেলুনে (Space Balloon) ভ্রমণের সুযোগ। এই বেলুনটি চাপ যুক্ত তাই যাত্রীদের উপরে গিয়েও শ্বাস নেওয়ার জন্য কোন সমস্যায় পড়তে হবে না। এই ভ্রমণে খরচ কত হবে? জানুন বিস্তারিত।
একসঙ্গে ৬ জন করতে পারবেন ভ্রমণ:
স্পেস ভিআইপি স্পেস ট্যুরিজম (SpaceVIP Space Tourism) সংস্থা মহাকাশে গিয়ে রাতের খাবার খাওয়ার একটি অফার নিয়ে এসেছে মানুষের জন্য। এই ভ্রমণের জন্য ছয় জন লাকি ব্যক্তিকে নির্বাচন করা হবে। ভ্রমণটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ঐদিন ৬ জন ব্যক্তি ৬ ঘণ্টা ধরে যাত্রা করবে।
ফোর্বস রিপোর্ট অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিরা পৃথিবী থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় অর্থাৎ ৯৮ হাজার ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় ডিনার করতে পারবেন। এই ভ্রমণের জন্য একজন ব্যক্তিকে দিতে হবে ৫০ কোটি ডলার অর্থ অর্থাৎ ৩,৪৬,৯১,৪৪,৭৭৫ টাকা।
আরও পড়ুন👉: শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F55 5G, জেনে নিন এর স্পেসিফিকেশন
বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ মহাকাশ যানে ভ্রমণ করে রাতের খাবার খেতে পারবে মানুষ। এই মহাকাশযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে। যদিও এই যাত্রায় যাত্রীদের কোন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে না।
স্পেসভিআইপি একমাত্র সংস্থা নয় যেটি মহাকাশ ভ্রমণের অফার দিচ্ছে। এর পূর্বেও ফরাসি সংস্থা জেফাল্টোও গত বছর অর্থাৎ ২০২৩ সালে সল্প মূল্যে এইরকম একটি ভ্রমণের ঘোষণা করেছিলেন। Zephalto একজন ব্যক্তি ভ্রমণ পিছু মূল্য নির্ধারণ করেছিল ১ লক্ষ ৩২ হাজার ডলার অর্থাৎ প্রায় ১.১০ কোটি টাকা।
আরও পড়ুন👉: স্মার্টফোন শেষ হয়ে যাবে ২০৩০ সালের মধ্যে! ভবিষ্যদ্বাণী বিল গেটসের
গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)
আরও পড়ুন👉: Earbuds: ১০০০ টাকার মধ্যেই ৩ টি দুর্দান্ত ইয়ারবাডস কিনতে পারবেন! কী ভাবে পাবেন এই সুযোগ?