স্মার্টফোন শেষ হয়ে যাবে ২০৩০ সালের মধ্যে! ভবিষ্যদ্বাণী বিল গেটসের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

টেকনোলজি (Technology) যত উন্নত হচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে মোবাইলের ব্যবহার। বর্তমানে মোবাইল ছাড়া একটা মিনিটও চলে না অনেকেরই। কয়েক ইঞ্চির একটা যন্ত্রের মধ্যেই রয়েছে মানুষের ব্যক্তিগত, পেশাগত সমস্ত তথ্যের বিবরণ। মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল (Mobile)।

বর্তমানে প্রত্যেকটি মোবাইলগুলি বিভিন্ন ধরনের আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত। প্রত্যেকটি মোবাইল কোম্পানি চায় প্রত্যেকবার নতুন ফোন লঞ্চ করার সময় গ্রাহকদের আকর্ষণীয় বৈশিষ্ট্য দিয়ে ফোনটির প্রতি আকৃষ্ট করতে। এমন পরিস্থিতি আপনাকে যদি বলা হয় যে, ভবিষ্যতে স্মার্টফোনের কোনো অস্তিত্ব থাকবে না, তবে আপনি হয়তো এখন এই কথাটা বিশ্বাস করতে পারবেন না।

এই কথাটি হয়তো আপনার কাছে হাস্যকর এবং অবিশ্বাস্য মনে হতে পারে। তবে এমন মনে হওয়াটা স্বাভাবিক। মাইক্রোসফট কম্পানির সিইও বিল গেটস (Bill Gates) সম্প্রতি এমনই কিছু তথ্য সামনে এনেছেন যার ফলে ফোনের (Mobile) ভবিষ্যৎ সম্পর্কে তৈরি হতে পারে অনিশ্চিয়তা।

স্মার্ট ফোনের অস্তিত্ব কি শেষ হয়ে যাবে:

বর্তমান এই উন্নত টেকনোলজির যুগে প্রযুক্তির দ্রুত অগ্রগতি ঘটছে। বর্তমানে আমরা কিপ্যাড ফোন ছেড়ে আমরা চলে এসেছি স্মার্টফোনে। এখন মোবাইল কেবলমাত্র কলে সীমাবদ্ধ নেই। এমন পরিস্থিতিতে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) একটি মন্তব্য করেছেন। তিনি বলেন যে, বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে নিতে পারে ইলেকট্রনিক ট্যাটুCHAOTIC MOON নামক সংস্থাটি সম্প্রতি নিয়ে এসেছে ইলেকট্রিনিক ট্যাটু। এই সংস্থাটি জৈব প্রযুক্তির উপর ভিত্তি করে প্রস্তুত করেন ইলেকট্রিনিক ট্যাটু

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: Earbuds: ১০০০ টাকার মধ্যেই ৩ টি দুর্দান্ত ইয়ারবাডস কিনতে পারবেন! কী ভাবে পাবেন এই সুযোগ?

ইলেকট্রিনিক ট্যাটুর দ্বারা মানুষের দেহ সম্পর্কে বিবরণ সংগ্রহ করা হয়। এর জন্য এটি বর্তমানে খেলাধুলা এবং চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট সংস্থাটি ট্যাটু গুলি নিয়ে একাধিক এবং পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করছে যার ফলে অনুমান করা হচ্ছে যে, এই ইলেকট্রিনিক ট্যাটু গুলি পরবর্তীতে স্মার্টফোনের জায়গা দখল করতে পারে।

নোকিয়ার সিইও জানালো বড় ঘোষণা:

নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্কও স্মার্ট ফোনের অস্তিত্ব শেষ হওয়ার নিতে তার মন্তব্য হল, তাঁর মত অনুসারে, ২০৩০ সালের মধ্যেই শুরু হয়ে যেতে পারে ৬জি প্রযুক্তি। তখন স্মার্টফোন তার সাধারণ ইন্টারফেস ধরে রাখতে অক্ষম হবে। নোকিয়ার সিইও (CEO) জানান, ২০৩০ সালের মধ্যে স্মার্টফোনের বাজার দখল করবে স্মার্ট চশমা বা অন্য কোনো ধরনের পণ্য। যেটি আমাদের দেহের সাথে কোনো মাধ্যম ছাড়াই কানেক্টেড হবে। বিশেষজ্ঞদের মত অনুসারে, ভবিষ্যতে এই পণ্য গুলি আমাদের জীবনধারাকে পরিবর্তন করে দিতে পারে।

আরও পড়ুন👉: Samsung Galaxy Book 4: ভারতে আত্মপ্রকাশ গ্যালাক্সি বুক ৪-এর, এর দাম সহ স্পেকইফিকেশন জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

হোয়াটসঅ্যাপ গ্রুপ-এ যুক্ত হন👉যুক্ত হন