বিশ্ব বাজারে লঞ্চ হল Infinix Note 40 এবং Note 40 Pro 4G, এর দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন
Infinix সংস্থার তরফ থেকে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করেছে নেট ৪০ সিরিজের মোবাইল। উক্ত সংস্থার তরফ থেকে Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ২টি ৪জি ফোন বাজারে আত্মপ্রকাশ করেছে। উক্ত সংস্থার পক্ষ থেকে সস্তায় ফোনটি বাজারে আনা হয়েছে। উক্ত ফোনের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল ফোন ২টিতে রয়েছে ১০৮ এমপি ক্যামেরা সহ ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সিস্টেম। বন্ধুটির ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানুন বিস্তারিত তথ্য।
Infinix Note 40 ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Infinix Note 40 ফোনটিতে উপলব্ধ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির FHD+LTPS AMOLED ডিসপ্লে। যেটি ১০৮০×২৪৩৬ পিক্সেল রেজোলিউশন যুক্ত। ফোনটিতে রয়েছে ১৩০০ নিট পিকচার ব্রাইটনেস এবং ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। ফোনটিতে রয়েছে ৩৬০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট। উক্ত ফোনটি DCI-P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট সিস্টেম যুক্ত।
প্রসেসর (Processor):
Infinix Note 40 ফোনটিতে ব্যবহৃত হয়েছে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 Ultimate OctaCore প্রসেসর। গ্রাফিক্সের জন্য ফোনটিতে রয়েছে মালি জি৫৭ এমসি২ জিপিইউ।
নতুন ফিচারস (New Features):
Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ফোনে ‘অ্যাক্টিভ হ্যালো’ নামে একটি নয়া ফিচারস অ্যাড করা হয়েছে। উক্ত ফোনটি সেগমেন্টে প্রথম AI লাইটিং ফিচারস যুক্ত। এই ফিচারসের সাহায্যে ফোনে কল বা অন্য কোন নোটিফিকেশন এলে ব্যাক প্যানেলে ক্যামেরার পাশে LED ফ্ল্যাশ লাইটে রঙিন আলো জ্বলে ওঠবে।
আরও পড়ুন👉: SIM Card: ১ জুলাই নতুন নিয়ম জারি হচ্ছে সিম কার্ড নিয়ে, বিপদে পড়ার আগে এখনই জেনে নিন
স্টোরেজ (Storage):
উক্ত ফোনটিতে রয়েছে ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। উক্ত ফোনটিতে রয়েছে ৮ জিবি অবধি র্যাম বর্ধিত করার সুবিধা। আপনি চাইলে ১৬ জিবি অবধি র্যাম বৃদ্ধি করতে পারবেন।
ক্যামেরা (Camera):
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর এবং আর একটি AI লেন্স ব্যবহৃত হয়েছে এই ফোনে। ভিডিও কলিং এবং সেলফির সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন👉: Airtel থেকে Jio থেকে BSNL, সহজেই আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না, TRAI-এর নতুন নিয়ম জারি
ব্যাটারি (Battery):
Infinix Note 40 ফোনটিতে উপলব্ধ রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সিস্টেম। আরও রয়েছে ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগ চার্জিং সাপোর্ট সিস্টেম।
অন্যান্য (Others):
Infinix Note 40 ফোনটিতে রয়েছে, ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে ডুয়েল সিম কানেক্টিভিটির সুবিধা। এছাড়াও রয়েছে IP54 স্প্ল্যাশ-প্রুফ রেটিং, ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়াল স্পিকার সহ একাধিক অ্যাডভান্স ফিচারস।
অপারেটিং সিস্টেম (Operating System):
Infinix Note 40 ফোনটি XOS 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম।
Infinix Note 40 Pro ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Infinix Note 40 Pro ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির LTPS 3D কার্ভড AMOLED ডিসপ্লে। যেটি FHD ১০৮০×২৪৩৬ পিক্সেল রেজোলিউশন যুক্ত। ফোনটিতে রয়েছে ১৩০০ নিট পিকচার ব্রাইটনেস এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট। উক্ত ফোনটি DCI-P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট সিস্টেম যুক্ত।
প্রসেসর (Processor):
Infinix Note 40 Pro ফোনটিতে ব্যবহৃত হয়েছে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 Ultimate OctaCore প্রসেসর। গ্রাফিক্সের জন্য ফোনটিতে রয়েছে মালি জি৫৭ এমসি২ জিপিইউ। এই ফোনটি প্রস্তুত হয়েছে 6 ন্যানোমিটার প্রসেসে।
স্টোরেজ (Storage):
উক্ত ফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। উক্ত ফোনটিতে রয়েছে ১২ জিবি অবধি র্যাম বর্ধিত করার সুবিধা।
ক্যামেরা (Camera):
Infinix Note 40 Pro ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। উক্ত ফোনটিতে রয়েছে OIS ফিচারস। ভিডিও কলিং এবং সেলফির সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
Infinix Note 40 Pro ফোনটিতে উপলব্ধ রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। সঙ্গে রয়েছে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সিস্টেম। আরও রয়েছে ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগ চার্জিং সাপোর্ট সিস্টেম।
অন্যান্য (Others):
Infinix Note 40 Pro ফোনটিতে রয়েছে, ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে ডুয়েল সিম কানেক্টিভিটির সুবিধা। এছাড়াও রয়েছে IP54 স্প্ল্যাশ-প্রুফ রেটিং, ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়াল স্পিকার সহ একাধিক অ্যাডভান্স ফিচারস।
অপারেটিং সিস্টেম (Operating System):
Infinix Note 40 Pro ফোনটি XOS 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম।
Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ফোনের দাম:
১. Infinix Note 40 ফোনটির আন্তর্জাতিক বাজারে মূল্য ১৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় এই ফোনটি দাম প্রায় ১৬,৪৯৬ টাকা।
২. Infinix Note 40 Pro ফোনটির আন্তর্জাতিক বাজারে মূল্য ২৫৯ ডলার। ভারতীয় মুদ্রায় এই ফোনটি দাম প্রায় ২১,৪৭০ টাকা।
৩. উক্ত ডিভাইসের দাম বিভিন্ন দেশের মুদ্রা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। যদিও এই ফোনে দুটির বিক্রি আজ ১৯ মার্চ থেকে শুরু হবে।
৪. তবে এই ফোন দুটি ভারতীয় বাজারে মুক্তি পেতে চলেছে। ফোন দুটির ব্রান্ড কামিং সুন সহ টিজার মুক্তি পেয়েছে।