iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

iPhone 15 সিরিজের যে মডেল চালু করেছিল আইফোন কোম্পানিরা এবার সেই পুরোনো মডেল বন্ধ করে এবার iPhone 15 সিরিজের নতুন মডেল চালু করেছে। চলুন দেখে নেওয়া যাক এই আইফোন 15 সিরিজের নতুন মডেলের কি কি নতুনত্ব নিয়ে এসেছে আইফোন তৈরির কোম্পানিরা।

Apple লঞ্চ করতে চলেছে নতুন iPhone, আগামীকাল ১২ সেপ্টেম্বর iPhone 15-এর ঘোষণা হবে আনুষ্ঠানিক ভাবে।

iPhone 15 Specifications

iPhone 15 সিরিজের নতুন মডেলের ফিউচারসগুলি হল-

১) iPhone-গুলিতে এবার A17-এর বায়োটিন চিপসেট মিলবে, যা এই আইফোনের পারফরম্যান্স প্রায় কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করা যাচ্ছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) এই নতুন iPhone-এর নেমড্রপ ফিচার রয়েছে,যার মাধ্যমে খুব তাড়াতাড়ি ও কোনো সমস্যা ছাড়াই ফোনের কন্টাক্ট শেয়ার করা যাবে।

৩) এই iPhone-এ থাকছে চেক ইন ম্যাসেজ ফিচার,যার মাধ্যমে আপনি কোনো জায়গায় গন্তব্যস্থলে পৌঁছানো মাত্রই আপনার প্রিয়জনদের কাছে পৌঁছানোর এসএমএস চলে যাবে।

৪) এই আইফোনের স্মার্টফোন থেকে হবে স্মার্ট ডিসপ্লে (Smart Display), যার মাধ্যমে ফোনটি যখন চার্জ হবে বা স্ট্যান্ডবাই থাকবে তখন ফোনের মধ্যে সমস্ত নোটিফিকেশন আসবে,যেমন – কোনো ম্যাসেজ, ওয়াদার রিপোর্ট ইত্যাদি।

৫) নতুন iPhone-এর মডেলে রয়েছে মুড ট্র্যাকিং (Mood Tracking) ফিচার, এটি আপনার অনুভূতি অর্থাৎ মুড মনিটরিং করতে থাকবে।

৬) এই আইফোনের আরো নতুন কিছু ফিউচারস রয়েছে সুরক্ষার জন্য রয়েছে IOS17 Software, যার মাধ্যমে পাসওয়ার্ড শেয়ারিং,পাসওয়ার্ড আপডেট ও পাসওয়ার্ড ডিলেট করতে পারবেন নিরাপদ ভাবে।

৭) এই আইফোন রয়েছে অটো-কারেক্ট (Auto Correct) ফিচারস, যার মাধ্যমে ইউজার কি টাইপ করতে চাইছে,সেটি বুঝে টাইপ করার জন্য অনেক সাজেশন পাওয়া যাবে ওখানে এছাড়া টেক্সট বারে গিয়ে ওখানে অনেক শব্দ বাড়ানো যাবে।

iPhone 15 launch date specifications bengali

ম্যাকরুমর্সের প্রতিবেদন অনুযায়ী, iPhone 15-এ দেখা যাবে নতুন অ্যাকশন বাটন, যার দ্বারা বিভিন্ন কাজ,যেমন – ফোকাস মোড অন করা, ফোন সাইলেন্স করা, ফ্ল্যাশলাইট, ক্যামেরা লঞ্চ, ভয়েস রেকর্ডিং শুরু করা ইত্যাদি সব কাজ করা যাবে। এছাড়া ম্যাক রুমর্স আরো বলেছেন, এতে স্টোরেজের পরিমাণ অনেক বাড়বে এবং ক্যামেরার মানও প্রচুর বাড়াতে চলেছে আইফোনের কোম্পানিরা। সূত্রের খবর iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর টেলিফটো ও আলট্রা ওয়াইড ক্যামেরাতে বেশি মেগাপিক্সেল দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, iPhone 15 Pro Max এডিশনে থাকবে 6x অপটিকাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

আরও পড়ুন:

👉 Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির

👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন

👉 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G

👉 ৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ

👉এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *