সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন
বর্তমানে যে সমস্ত টেলিকম সংস্থাগুলি সাধারণ মানুষকে ইন্টারনেট (Internet) পরিষেবা প্রদান করছে তাদের মধ্যে অন্যতম হলো BSNL। কম খরচের মধ্যে ভালো প্ল্যানের জন্য এই টেলিকম সংস্থা বিখ্যাত।
আপনি যদি কম টাকা দিয়ে আপনার ফোন রিচার্জ করতে চান তাহলে তার জন্য আপনাকে সাহায্য করবে এই টেলিকম সংস্থা। সস্তায় এর কয়েকটি অফার রয়েছে যেগুলি জানলে আপনি উপকৃত হবেন। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
অনেকের ক্ষেত্রে এমন হতে দেখা যায় যে মাসিক রিচার্জের ঝামেলা নিতে চাই না। আবার অনেক জায়গায় জিওর পরিষেবা ভালো পাওয়া যায় না ইন্টারনেট সেখানে অত্যন্ত স্লো, আবার সেখানে বিএসএনএল অনেক ভালো পরিষেবা প্রদান করে।
এমনটা যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে আমরা আপনাকে বিএসএনএল (BSNL)-এর কয়েকটি বাৎসরিক অফার সম্পর্কে জানাতে পারি, যেগুলি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলের সঙ্গে সঙ্গে হাই স্পিড ডাটা ও ম্যাসেজের সুবিধা।
BSNL– এর ২,৯৯৯ টাকার প্ল্যান (BSNL Recharge Plan)
BSNL-এর ২৯৯৯ টাকার এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন এক বছরের বৈধতা। এর সঙ্গে সঙ্গে আনলিমিটেড কল সহ প্রতিদিন ৩ জিবি ডাটা ও প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা। তবে বিএসএনএল এর ইন্টারনেট পরিষেবা কলকাতা দিকে ভালো চললেও একটু মফস্বলের দিকে গেলে ইন্টারনেটের স্পিড কমে যায়। তবে যদি ইন্টারনেটের গতি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেটের গতি ৪০ Kbps-এ কমে যায়।
আরও পড়ুন:
👉 WhatsApp চ্যানেল আসতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে নেটদুনিয়ায়, কীভাবে বানাবেন?
👉 Jio Recharge Plan: মাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা
👉 Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য
👉 দিন ফুরতে না ফুরতেই শেষ হয়ে যাচ্ছে দৈনিক ডেটা? ফোনের এই সেটিং এখনই বদলে ফেলুন
👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে