হোলি উপলক্ষ্যে Flipkart-এ একদম দাম কমে গেলো Motorola G34 5G-র! কত দাম?
বর্তমানে নিত্যদিন বাজারে লঞ্চ হচ্ছে ফোন। তাই অনলাইন প্লাটফর্মগুলিতে নিত্যদিন চলতে থাকে সেল। জনপ্রিয় অনলাইন সেলিং প্লাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর তরফ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে একটি দারুন অফার। উক্ত অফারে Flipkart-এর তরফ থেকে Motorola G34 5G ফোনটি মূল দামের অনেক কম মূল্যে গ্রাহকরা পেয়ে যাবেন। এই ৫জি ফোনটি কিন্তু আপনাকে খরচ করতে হবে না খুব বেশি অর্থ। জানুন বিস্তারিত।
Motorola G34 5G ফোনের দাম:
জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ফ্লিপকার্টের তরফ থেকে Motorola G34 5G ফোনটির উপর প্রদান করা হচ্ছে ২০ শতাংশ ছাড়। ফোনটির প্রকৃত বাজার মূল্য ১৪,৯৯৯ টাকা। কিন্তু অফারে আপনি এই ফোনটি কিনতে পারবেন মাত্র ১১,৯৯৯ টাকায়।
Motorola G34 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
Moto G34 5G ফোনটিতে উপলব্ধ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে। এই দামে আপনি অন্যান্য ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সেখানে আপনি এই ফোনের ক্ষেত্রে ৬০ হার্টজ বা ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাবেন।
ফোনটিতে উপলব্ধ রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্স। আর একটি ২ এমপি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ফোনটিতে ব্যবহৃত হয়েছে নাইট ভিশন ফিচারস। এটি ব্যবহার করে গ্রাহকরা ছবি তুলতে পারবেন।
আরও পড়ুন👉: স্মার্টফোন শেষ হয়ে যাবে ২০৩০ সালের মধ্যে! ভবিষ্যদ্বাণী বিল গেটসের
Moto G34 5G ফোনটিতে প্রসেসর হিসেবে উপলব্ধ রয়েছে Qualcomm SM6375 Snapdragon 695 5G চিপসেট। এটি বেশ পুরাতন মডেলের। উক্ত ফোনটিতে রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ফোনটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।