OnePlus Nord 3 5G পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকা কম দামে! Amazon এবং Flipkart-এ সেল চলছে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

OnePlus Nord 3 5G: আপনি যদি OnePlus ফোন কেনার কথা ভাবেন তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। OnePlus Nord 3 স্মার্টফোনটির বাজার দাম থেকে প্রায় ৪,০০০ টাকা কমে উপলব্ধ আছে Amazon এবং Flipkart সেলে। এই ছাড়টি ছাড়াও এই ৫জি স্মার্টফোনটিতে রয়েছে আরও কিছু আকর্ষণীয় অফার। ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন আজকের এই প্রতিবেদনে।

৪,০০০ টাকা সস্তা OnePlus Nord 3 5G

Amazon এবং Flipkart সেলে OnePlus Nord 3 5G ফোনটির দাম রয়েছে ২৯,৯৯৯ টাকা। ফোনটির বাজারে আত্মপ্রকাশের সময় বাজার মূল্য ছিল ৩৩,৯৯৯ টাকা। অর্থাৎ বর্তমানে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ৪,০০০ টাকা কমে আপনি ফোনটি পেয়ে যাবেন। OnePlus Nord 3 5G মডেলটিতে উপলব্ধ আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

তবে এই অফারটি সাময়িকভাবে হলেও হতে পারে এই অফারটি ঠিক কত দিন পর্যন্ত উপলব্ধ থাকবে সেটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্যই সামনে আসেনি যদি আপনি এই ফোনটি কিনতে আগ্রহী হন তবে অতি দ্রুত কিনে ফেলুন।

OnePlus Nord 3 5G-এর স্পেসিফিকেশন (OnePlus Nord 3 5G Specifications)

ডিসপ্লে (Display): OnePlus Nord 3 5G ফোনটিতে উপলব্ধ আছে ৬.৭৪ ইঞ্চির সুপার ফ্লুইড এমোলেড প্যানেল ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ Hz এবং যেটি ১০-বিট কালার ডেপ্থ এবং HDR ১০ সাপোর্ট যুক্ত।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: Android ফোনে যে কোনো ছবি থেকে Text কীভাবে কপি করবেন? রইল পদ্ধতি

র‍্যাম এবং স্টোরেজ: OnePlus Nord 3 5G ফোনে ১৬ জিবি অবধি LPDDR5X RAM abong ২৫৬ জিবি অবধি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ আছে। তবে এই ফোনটিতে রয়েছে Virtual RAM ফিচারস।

প্রসেসর: OnePlus Nord 3 5G ফোনটিতে আছে MediaTek Dimensity ৯০০০ SoC প্রসেসর। সঙ্গে ৬GHz 5G নেটওয়ার্কে ৭Gbps ডাউনলোড স্পীড দিতে পারবে এই ফোনটি। এর সাথেই আছে ৫.৩ ব্লুটুথ ভার্সন।

আরও পড়ুন: Poco X6 Series: পোকো এক্স৬ সিরিজ ভারতে কবে লঞ্চ হচ্ছে? কোন কোন ফোন লঞ্চ হবে?

ওএস: OnePlus Nord 3 5G ফোনটি রয়েছে Oxygen OS ১৩.১ এবং Android ১৩ সাপোর্ট সিস্টেম।

ক্যামেরা: ফোনটিতে উপলব্ধ আছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই মডেলটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনী IMX890 প্রাইমারি সেন্সর। 112-ডিগ্রী ফিল্ড অফ ভিউ (FoV) সহ 8 মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি: OnePlus Nord 3 5G ফোনটিতে উপলব্ধ আছে ৫,০০০ mAh ব্যাটারি সাপোর্ট। সঙ্গে রয়েছে ৫০W ফাস্ট চার্জিং সিস্টেম।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন