Poco X6 Series: পোকো এক্স৬ সিরিজ ভারতে কবে লঞ্চ হচ্ছে? কোন কোন ফোন লঞ্চ হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) Poco X6 Series: ১১ জানুয়ারি ২০২৪ সালে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে Poco X6 সিরিজের স্মার্টফোন। জনপ্রিয় ই-কমার্স অনলাইন প্লাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন এই ফোনটি।

(২/৮) এই সিরিজের Poco X6 এবং Poco X6 Pro এই দুটি মডেল আত্মপ্রকাশ করবে ভারতীয় বাজারে। Poco X5 সিরিজ সফল হওয়ার পর আবার ভারত বাজারে আসতে চলেছে Poco X6 সিরিজটি। X5 সিরিজে মুক্তি পেয়েছিল Poco X5 এবং Poco X5 Pro এই দুটি মডেল।

(৩/৮) তবে সূত্রের খবর অনুযায়ী, Poco X6 ফোনে প্রেসেসর হিসাবে থাকার সম্ভাবনা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং LPDDR5 র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের। এই ফোনটি Redmi Note 13 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড মডেল হিসাবে গণ্য হতে পারে।

(৪/৮) Poco X6 ফোনটিতে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। উক্ত ফোনে থাকার সম্ভাবনা আছে একটি ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। অন্য একটি ১৩ এমপি আল্ট্রা ওয়াইল্ড লেন্স ক্যামেরা সেন্সর। আর একটি ২ এমপি শুটার ক্যামেরা সেন্সর। POCO X6 ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে কালো, ধূসর এবং হলুদ এই তিনটি রঙে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: OnePlus Nord 3 5G পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকা কম দামে! Amazon এবং Flipkart-এ সেল চলছে

(৫/৮) POCO X6 Pro মডেলটিতে থাকার প্রসেসর হিসাবে সম্ভাবনা আছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। মনে করা হচ্ছে যে এই মডেলটি Redmi K70I মডেলটির রিব্র্যান্ডেড হিসাবে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

আরও পড়ুন: ৯০ হাজারের iPhone 15 Plus মাত্র 45,000 টাকায়! কী ভাবে হাফ দামে পাবেন, রইল পদ্ধতি

(৬/৮) POCO X6 Pro মডেলটিতে থাকতে পারেন ১২ জিবি অবধি র‍্যাম (12GB RAM) এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ (512 ROM)। এই ফোনে উপলব্ধ থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬৭ ইঞ্চির AMOLED 1.5K LTPS ডিসপ্লে।

(৭/৮) POCO X6 Pro মডেলটিতে উপলব্ধ থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত একটি ৬৭ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। ৮ এমপি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর যেটি আল্ট্রা ওয়াইল্ড লেন্স যুক্ত। অন্যটি ২ এমপি মাইক্রো শুটার ক্যামেরা সেন্সর।

(৮/৮) ব্যাটারি সাপোর্ট সিস্টেম হিসাবে থাকতে পারে ৫০০০ Amh ব্যাটারি সিস্টেম এবং ৬৭W এর ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। POCO X6 Pro ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে কালো, নীল এবং সাদা এই তিনটি রঙে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন