Poco M6 Pro 4G ভ্যারিয়েন্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে, কী কী ফিচার এতে থাকতে পারে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) Poco M6 Pro 4G:  গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে POCO M6 Pro 4G মডেলটি। এবছরের ১১ জানুয়ারি এই ফোনটি বাজারে আত্মপ্রকাশ করতে পারে। যদি ওই একই দিনে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে POCO X6 সিরিজের দুটি মডেল। যদি POCO M6 Pro 4G ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করার দিন সম্পর্কে এখনও সঠিক ভাবে জানা যায় নি। ফোনটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করার পূর্বে ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্য সামনে এসেছে।

POCO M6 Pro 4G ফোনের সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন।

১. POCO M6 Pro 4G ফোনটিতে উপলব্ধ থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬৭ ইঞ্চির ফুল HD প্লাস প্যানেল ডিসপ্লে।

২. POCO M6 Pro 4G ফোনটিতে উপলব্ধ থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর১২ জিবি অবধি র‍্যাম (12GB RAM) এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ (512 GB ROM)।

৩. POCO M6 Pro 4G মডেলটিতে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারস যুক্ত ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। সামনে সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪. POCO M6 Pro 4G মডেলটিতে ব্যাটারি সিস্টেম হিসাবে থাকতে পারে ৫০০০ mAh ব্যাটারি সাপোর্ট সিস্টেম এবং ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। যদিও উক্ত ফোনের 5G মডেলটি আগেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। কিন্তু এই 4G মডেলটি সম্পর্কে এখনও কিছু তথ্য সামনে আসে নি।

(২/৫) উক্ত ফোনে POCO M6 Pro 5G মডেলটি ভারতীয় বাজারে আগেই আত্মপ্রকাশ করেছে। উক্ত মডেলটি ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক এই দুটি রঙে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল। উক্ত ফোনটি ৩টি ভ্যারিয়েন্ট-এ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল।

(৩/৫) ৪ জিবি র‍্যাম (4 GB RAM) ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (128 GB ROM), ৬ জিবি র‍্যাম (6GB RAM) ও ১২৮ জিবি (128 GB ROM) ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম (8 GB RAM) ও ২৫৬ জিবি (256 GB ROM) ইন্টারনাল স্টোরেজ।

(৪/৫) বাজারে আত্মপ্রকাশের সময় POCO M6 Pro 5G ফোনের ৪ জিবি র‍্যাম (4 GB RAM) ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (128 GB ROM) যুক্ত মডেলটির দাম১০,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম (6GB RAM) ও ১২৮ জিবি (128 GB ROM) ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ছিল ১১,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম (8 GB RAM) ও ২৫৬ জিবি (256 GB ROM) ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৩,৪৯৯ টাকা

(৫/৫) POCO M6 Pro 5G ফোনটি সম্পর্কিত তথ্য এর Amazon UAE-এ ওয়েবসাইটে থেকে জানা গিয়েছে 91Mobiles– রিপোর্ট দ্বারা। ১২ জিবি র‍্যাম (12 GB RAM) ও ২৫৬ জিবি (256 GB ROM) ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির বাজার মূল্য AED 899 ( ভারতীয় টাকায় যা দাঁড়ায় ২০,৪০০ টাকা।) কালো, নীল এবং পার্পল রঙে এই তিনটি রঙে উপলব্ধ থাকবে ফোনটি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন:

👉 ১৩,৯৯৯ টাকার Redmi 12C ফোন এখন মাত্র ৬,৯৯৯ টাকাতেই! কোথায় পাবেন?