১৩,৯৯৯ টাকার Redmi 12C ফোন এখন মাত্র ৬,৯৯৯ টাকাতেই! কোথায় পাবেন?
Redmi 12C: বছর পড়তে না পরতেই বাজার ছেয়ে যাচ্ছে একের পর এক দুর্দান্ত সব স্মার্টফোনে। একই তালে স্মার্টফোনগুলোতে দেওয়া হচ্ছে একাধিক ছাড়। এবার দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে Redmi কোম্পানির তরফ থেকে। Redmi কোম্পানির তরফ থেকে Redmi 12C ফোনটিতে দেওয়া হচ্ছে দুর্দান্ত ছাড়। আপনি যদি একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই ফোনটি কিনতে পারেন। আজকের এই প্রতিবেদনে জেনে Redmi 12C ফোনে থাকছে কি কি অফার।
কী কী অফার রয়েছে?
বর্তমানে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Flipkart থেকে আপনি Redmi 12C (৪জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ) ফোনটি কিনতে পারবেন। ফোনটির মূল্য ১৩,৯৯৯ টাকা। তবে আপনি বর্তমানে Flipkart অনলাইন প্ল্যাটফর্ম-এ এই ফোনটির উপর পাবেন ৫০ শতাংশ ছাড়। উক্ত ছাড়ের পর আপনি Redmi 12C ফোনটি কিনতে পারবেন মাত্র ৬,৯৯৯ টাকায়। তবে এই ছাড় ছাড়াও আপনি পাবেন একাধিক ব্যাংক ছাড়।
আপনি যদি Flipkart থেকে ফোনটি কেনার সময় যদি Axis Bank Card দিয়ে পেমেন্ট করেন তবে আপনি পেয়ে যাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। আপনি পাবেন ৭,০০০ টাকার অতিরিক্ত ছাড়। এছাড়া আপনি যদি ফোনটি এক্সচেঞ্জ করেন অর্থাৎ আপনার পুরাতন ফোনটির বিনিময়ে ফোনটি কিনতে চান তবে আপনি পাবেন আরও ৫,৬৫০ টাকার অতিরিক্ত ছাড়। তবে এই ছাড়ের ক্ষেত্রে আছে শর্ত। আপনার পুরাতন ফোনের অবস্থায় উপর নির্ভর করবে ছাড়ের হার।
ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
Redmi 12C ফোনে উপলব্ধ আছে ৬.৭১ ইঞ্চির HD ডিসপ্লে। প্রসেসর হিসাবে আছে ফোনটিতে থাকছে Helio G85 প্রসেসর। ক্যামেরা কোয়ালিটির মধ্যে রয়েছে একটি ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য এতে থাকছে ৫এমপি ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সাপোর্ট হিসাবে থাকছে ৫,০০০ mAh ব্যাটারি সাপোর্ট সিস্টেম।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 মাত্র ১,৯৯৯ টাকায় প্রি-বুকিং শুরু Samsung Galaxy S24 সিরিজের, কী সুবিধা পাবেন?