মাত্র ১,৯৯৯ টাকায় প্রি-বুকিং শুরু Samsung Galaxy S24 সিরিজের, কী সুবিধা পাবেন?

কোরিয়ান Samsung কোম্পানি ২০২৪ সালের ১৭ জানুয়ারিতে বাজারে আনতে চলেছে Samsung Galaxy S24 মডেলটি। উক্ত দিন আয়োজন করা হবে Galaxy Unpacked ইভেন্টের। উক্ত ইভেন্টের মাধ্যমে ওই দিন সংস্থার তরফ থেকে বাজারে আত্মপ্রকাশ করবে Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra।
Galaxy Unpacked ইভেন্টটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ায়। আপনি ইভেন্টটি Samsung Galaxy-এর YouTube চ্যানেলের দ্বারা লাইভ দেখতে পারবেন। বাজারে আত্মপ্রকাশের আগেই শুরু হয়েছে ফোন দুটির প্রি-বুকিং। আপনি যদি এই সময়ে ফোনটির প্রি-বুকিং করেন তবে আপনি পাবেন অনেক বেশি ছাড়।
প্রি-বুক করলে কী পাবেন?
বর্তমানে আপনি যদি Samsung Galaxy S24 ফোনটির প্রি-বুকিং করেন, তবে আপনি পাবেন ৫,০০০ টাকা বেশি ছাড়। আর আপনি যদি ফোন এক্সচেঞ্জ করেন তবে পাবেন আরও অতিরিক্ত সুবিধা বা ছাড়। এছাড়াও আপনি হতে পারবেন Samsung ক্লাব মেম্বার।
আপনি যদি ফোনটি প্রি-বুক করতে চান তবে আপনাকে দিতে হবে ১,৯৯৯ টাকা। এরপর আপনাকে আর বাড়তি অর্থ দিতে হবে না। আপনি যদি ফোনটি প্রি-বুক করতে চান তবে আপনাকে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। উক্ত ওয়েবসাইটে আপনি ফোনটি সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারবেন।
Samsung Galaxy S24 সিরিজের ফিচার (Samsung Galaxy S24 Specifications):
Samsung Galaxy S24 ফোনে পেয়ে যাবেন AI সুবিধা। আপনি এই ফোনে আরও পেয়ে যাবেন Qualcomm এর নতুন চিপ, ফ্ল্যাট ডিসপ্লে সহ একাধিক নতুন ফিচার। এই মডেলটি বেশ সাড়া ফেলেছে অনুরাগী মহলে। Samsung কোম্পানি S23 সিরিজের মতো একই দাম থাকতে পারে এই ফোনটিরও।
Samsung-এর এই ফোনটি বাজারে আসার পর জানুয়ারি মাসেই আসতে চলছে OnePlus 12 এবং 12R মডেল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, OnePlus 12R-এ উপলব্ধ থাকবে চতুর্থ প্রজন্মের LTPO 120Hz ProXDR ডিসপ্লে। সঙ্গে ৫,৫০০ mAh ব্যাটারি সাপোর্ট।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১৩,৯৯৯ টাকার Redmi 12C ফোন এখন মাত্র ৬,৯৯৯ টাকাতেই! কোথায় পাবেন?