ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)
(১/১০) UPI Payment method: বর্তমানে আর্থিক লেনদেনের জন্য অন্যতম সহজ ও সহজলভ্য মাধ্যম হলো ডিজিটাল মাধ্যম। অধিকাংশ মানুষ এখন এই সুবিধাটি গ্রহণ করে থাকেন। ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল সব জায়গাতেই ডিজিটাল পেমেন্ট (Digital Payment) মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে।
(২/১০) গুগল পে (Google Pay) থেকে শুরু করে ফোন পে (Phone Pe) ইত্যাদি অ্যাপগুলি আর্থিক লেনদেনে সাহায্য করে। আর কেন্দ্রীয় সরকারের এউপিআই (UPI Payment method) ভাবনা দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে এক যুগান্তকারী বিপ্লব এনেছে। আর এর সঙ্গে আরেকটি নতুন জিনিস যোগ হয়েছে সেটি হল ইউপিআই লাইট।
(৩/১০) ২০২২ সালে প্রথম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং RBI ইউপিআই লাইট চালু করেছিল। প্রকৃতপক্ষে এটি একটি এউপিআই পেমেন্ট (UPI Payment method) সিস্টেমের একটি সরলীকৃত সংস্করণ।
(৪/১০) সিস্টেমটি ব্যবহারের সবচেয়ে সহজ দিক হলো এক্ষেত্রে আর্থিক লেনদেন করার জন্য কোনরকম পিন নম্বর দিতে হয় না। এতদিন পর্যন্ত এই সিস্টেমের আর্থিক সীমা ২০০ টাকা ছিল তবে সম্প্রতি RBI এতে বড় রকমের একটি পরিবর্তন ঘটিয়েছে।
ইউপিআই লাইট কেন চালু করা হয়েছে?
(৫/১০) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউপিআই লাইট চালু করার প্রধান উদ্দেশ্য হল অনেক সময় ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং কাজ করে না, তাই গ্রাহকদের যাতে কোনরকম সমস্যা না হয় সে জন্যই এটি চালু করা হয়েছিল।
(৬/১০) আপনি যদি একজন ইউপিআই ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে ইউপিআই লাইট ফিচারটিকেও ব্যবহার করতে পারেন। এই এউপিআই থেকে প্রতিদিন লেনদেনের সীমা ১ লাখ টাকা (UPI Payment method)।
(৭/১০) তবে নতুন নিয়ম অনুযায়ী এউপিআই লাইট ব্যবহারকারীরা প্রতি লেনদেন সর্বোচ্চ ৫০০ টাকা করতে পারেন। পূর্বে এর সীমা ছিল ২০০ টাকা। শুধু তাই নয় আপনি পিন নম্বর ছাড়াই ইউপিআই লাইট ব্যবহার করে ৫০০ টাকার লেনদেন করতে পারবেন।
(৮/১০) সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) জানিয়েছে যে, এউপিআই লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে এউপিআই-তে এখন থেকে শুরু হচ্ছে অফলাইন পেমেন্ট (UPI Payment method)।
(৯/১০) MPC-তে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, “এই নতুন ধরনের প্রযুক্তি আনার একমাত্র উদ্দেশ্য ইউপিআই ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের সুবিধা করা।“ তিনি আশা রাখছেন যে নতুন এই সিস্টেমটি প্রচলন করার পর সমস্ত ভারতবর্ষে আর্থিক লেনদেন সুবিধা হবে।
(১০/১০) বর্তমানে আমাদের ভারতবর্ষে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে অ্যাপগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি হল, গুগল পে, ফোন পে, পেটিএম ইত্যাদি। তবে এই অ্যাপগুলিতে ইতিমধ্যেই এউপিআই লাইট ফিচার দেওয়া রয়েছে। ছোটখাটো আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি আপনাকে অনেক সহায়তা করবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই
এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?