Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

জিও গ্রাহকদের জন্য সুসংবাদ। দেশের প্রভাবশালী টেলিকম সংস্থা Reliance Jio গতকাল গণেশ চতুর্থী উপলক্ষে নতুন Jio AirFiber পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় জিও ব্যবহারকারীরা উচ্চ-গতির ওয়্যারলেস ইন্টারনেট এবং ওয়াই-ফাই কানেকশন ব্যবহারের সুবিধা পাবেন।

শুধু তাই নয় নতুন এই পরিষেবা লঞ্চ করার সঙ্গে সঙ্গে এর সংস্থা জিও গ্রাহকদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করেছেন সেটি হল JioFiber – এর স্পেশাল রিচার্জ প্ল্যান। এই অফারের দ্বারা আপনি বিনামূল্যে JioFiber পোস্টপেইড প্ল্যান থেকে ওয়াই-ফাই রাউটার নিজেদের বাড়িতে ইনস্টল করতে পারবেন। কোনরকম ইনস্টলেশন চার্জ ছাড়াই একেবারে বিনামূল্যে।

জিও সংস্থা ইউজারদের উদ্দেশ্যে একটি নতুন ঘোষণা করেছে। যারা JioFiber পোস্টপেইড প্ল্যান গ্রহণ করে থাকেন তারা বিনামূল্যে কেবল ভিত্তিক ওয়াইফাই সংযোগ এর পরিষেবা পাবেন। আপনি যদি এই অফার থেকে লাভ করতে পারেন তাহলে ইন্টারনেট কানেকশন পাবেন, কোন রকম সিকিউরিটি ডিপোজিট বা ইনস্টলেশন চার্জ ছাড়াই। এক্ষেত্রে একটি বিষয় সকলের মাথায় আসতে পারে যেটি হল সংস্থা বিনামূল্যে এত সুন্দর একটি অফার গ্রাহকদের কেন দিচ্ছে নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

জিও সংস্থা JioFiber WiFi ইনস্টলেশনের সুবিধা বিনামূল্যে কেনো দিচ্ছে?


আপনি যদি যেকোন টেলিকম সংস্থার প্রিপেড ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে, ইনস্টলেশন চার্জ চাওয়া হয়। শুধু তাই নয় জিও টেলিকম সংস্থার ‘জিওফাইবার’ (Jio Fiber) প্রিপেইড প্ল্যান কিনলেও অনেক খরচ পড়ে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বিশেষ করে বাড়িতে ব্রডব্যান্ড কেবল ইনস্টল, এবং ওয়াই-ফাই রাউটারের মতো সরঞ্জামগুলি নেওয়ার জন্য কম করে ১,৫০০ টাকা ইনস্টলেশন এবং সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। তাই এত বেশি করে খরচ করার পরিবর্তে আপনি যদি জিওর ‘জিওফাইবার’ (Jio Fiber)-এর পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যানটি গ্রহণ করতে পারেন তাহলে আপনার খরচ অনেকটা কমে যাবে।

জিও (Jio) তার গ্রাহকদের ছয় মাসের প্ল্যান রিচার্জ করতে বলেছে আর এর পরিবর্তে তাদের ইনস্টলেশন চার্জসিকিউরিটি ডিপোজিট মকুব করে দেওয়া হবে। জিও তার গ্রাহকদের এই অফারটি নিশ্চিত করেছে এর কারণ হলো একবার গ্রাহকরা এই অফারটি গ্রহণ করলে পরবর্তী ৬ মাস পর্যন্ত তারা একটানা এটি ব্যবহার করতে থাকবে।


বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রিপেড প্ল্যান ব্যবহার করে থাকেন তারা একটানা রিচার্জ এর পরিবর্তে নিজের সুবিধা অনুযায়ী রিচার্জ করে থাকেন।
কিন্তু এক্ষেত্রে যারা পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারী রয়েছেন তারা ইন্টারনেট প্যাকেজের বৈধতার কারণে জিও (Reliance Jio) ফাইবারের এই পরিষেবাটি গ্রহণ করবে আর এদের সংস্থার লাভ হবে। এই কারণেই জিও সংস্থা ইনস্টলেশন খরচের সাথে গ্রাহকদের এই সুবিধাটি প্রদান করছে।

JioFiber ৩৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?

জিও (Jio) টেলিকম সংস্থার জিওফাইবার পরিষেবার সবচেয়ে সস্তার যে পোস্টপেইড প্ল্যানটি রয়েছে তার দাম হল দাম ৩৯৯ টাকা। আপনি যদি এই প্ল্যানটি গ্রহণ করেন ৩০Mbps গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে বাড়িতে ওয়াই-ফাই ইনস্টল করার কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।

Reliance Jio installing jiofiber for free

তবে ৬ মাস আনলিমিটেড ডেটা ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে রিচার্জ ফি হিসেবে ২,৩৯৪ টাকা এবং ১৮% জিএসটি (GST) আলাদাভাবে দিতে বলা হবে। অর্থাৎ হিসেব অনুযায়ী প্রতি মাসে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে আপনাকে খরচ করতে হচ্ছে ৫০০ টাকারও কম। তাই সবদিক হিসাব করে বলা যায় এ প্ল্যানটি গ্রহণ করলে আপনাদের লাভবান হবেন।

আরও পড়ুন:

👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর

👉 WhatsApp চ্যানেল কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি

👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন

👉 Jio Recharge Planমাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা

👉 Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *