Samsung Galaxy M55 ও Galaxy M15 5G ভারতে কবে লঞ্চ হবে? এর স্পেসিফিকেশন কী?
Samsung Galaxy Smartphone: ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G দুটি স্মার্টফোন। পূর্বেই গুঞ্জন উঠেছিল যে, এই ফোন দুটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে এবং মুক্তির পর জনপ্রিয় অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Amazon থেকে এই ফোন দুটি কিনতে পারবেন গ্রাহকরা। সংস্থার তরফ থেকে এবার ঘোষিত হল ফোনটির আত্মপ্রকাশের দিন। Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোন দুটির সম্ভাব্য কালার, স্পেসিফিকেশনস এবং ফিচার্স সম্পর্কে তথ্য সামনে এসেছে।
Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোন:
Amazon ইন্ডিয়ার মাইক্রোসাইটে সংশ্লিষ্ট ফোন দুটির ভারতীয় বাজারে আত্মপ্রকাশের দিন ঘোষিত হয়েছে। আগামী ৮ এপ্রিল দুপুর ১২ টা নাগাদ ভারতীয় বাজারে আসতে চলেছে সংশ্লিষ্ট স্মার্টফোন দুটি। Samsung Galaxy M55 5G ফোনটি ভারতীয় বাজারে উপলব্ধ থাকবে ডেনিম ব্ল্যাক এবং হাল্কা সবুজ রঙে। Samsung Galaxy M15 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে ব্লু টোপাজ, স্টোন গ্রে এবং সেলেস্টাইন ব্লু রঙে।
Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোনের সম্ভাব্য ফিচারস:
প্রসেসর (Processor):
Samsung Galaxy M55 5G স্মার্টফোনে ব্যবহৃত হবে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর।
ডিসপ্লে (Display):
সংশ্লিষ্ট ফোনটিতে উপলব্ধ থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির HD+ Super AMOLED+ ডিসপ্লে।
ব্যাটারি (Battery):
এই ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৫,০০০ mAh একটি শক্তিশালী যেটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম যুক্ত।
ক্যামেরা (Camera):
এই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর যেটি অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। সেলফি এবং ভিডিও কলিং সুবিধার জন্য রয়েছে, ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এছাড়াও ফোনটি থাকতে পারে AI ফিচারস এবং ভালোভাবে রাতে ছবি তোলার সুবিধার জন্য থাকবে ইমেজ ক্লিপার ও অবজেক্ট ইরেজার ফিচারস।
অন্যান্য (Others):
Samsung Galaxy M55 5G স্মার্টফোনটিতে উপলব্ধ থাকবে Vision Booster প্রযুক্তি সাপোর্ট। এর ফলে ব্যবহারকারীরা চড়া সূর্যালোকেও স্পষ্টভাবে ফোনের স্ক্রিন দেখতে পাবেন।
Samsung Galaxy M15 5G স্মার্টফোনের সম্ভাব্য ফিচারস:
প্রসেসর (Processor):
Samsung Galaxy M15 5G ফোনটিতে ব্যবহৃত হতে পারে MediaTek demanCity 6100 Plus প্রসেসর।
ডিসপ্লে (Display):
এই ফোনটিতে থাকতে পারে ৬.৫ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে।
ক্যামেরা (Camera):
Samsung Galaxy M15 5G স্মার্টফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। থাকছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
এই ফোনটিতে থাকবে ৬০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। Samsung সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই ফোনটি ১বার ফুল চার্জ করলে চলবে ২ দিন।
আরও পড়ুন👉: Garena Free Fire Max Redeem Code: ডায়মন্ড জিতুন ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে