চলতি মাসে ১৫ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে? দেখে নিন (Smartphones Under 15000 in Bengali)
Smartphones Under 15000: যারা নতুন ফোন কেনার পরিকল্পনায় রয়েছেন, তাদের জন্য কম দামের মধ্যে খুব ভালো ফোন রয়েছে। মাত্র ১৫ হাজার টাকায় আপনি ভালো ফোন পেয়ে যাবেন। যেখানে ভালো স্টোরেজ, র্যাম, রম প্রসেসর সমস্ত কিছুই খুব ভালো রয়েছে। চলুন দেখে নেওয়া যাক, সেইসব ফোনের ডিটেলস।
১৫,০০০ টাকার মধ্যে ফোন (Smartphones Under 15000)
১) স্যামসাং গ্যালাক্সি এম 14 5জি (Samsung Galaxy M14 5g)
২) রেডমি 12 5 জি (Redmi 12 5g)
৩) পকো এম 6 প্রো (Poco M6 Pro)
৪) আইকিউ জেড 6 লাইট 5জি (Icu z6 light 5g)
৫) মোটো জি84 5জি (Moto g84 5g)
এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসের দিকে এই সমস্ত ফোনগুলি লঞ্চ হতে চলেছে। নিম্নে এই ফোনগুলির স্পেসিফিকেশন তুলে ধরা হলো-
১) স্যামসাং গ্যালাক্সি এম 14 5জি (Samsung Galaxy M14 5g):
স্যামসাং গ্যালাক্সি এম 14 একটি খুব ভালো কম দামের মধ্যে স্মার্টফোন, যেটি ১৫ হাজার টাকায় পাওয়া যাবে ফাইভ-জি ফোন। এই ফোন ক্যামেরা ইউজারদের ক্ষেত্রে খুবই ভালো।
- ক্যামেরা- ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর
- ব্যাটারি- ৬০০০MAH
- প্রসেসর- Exynos 1330
- ডিসপ্লে- এলসিডি
২) রেডমি 12 5 জি (Redmi 12 5g):
এ স্মার্টফোনটি কেনা যাবে মাত্র ১০,৯৯৯ টাকায়। এই ফোনের ৪ জিবি Ram ও স্টোরেজ ১২৮ জিবি। এছাড়া 8 জিবি Ram ও ২৫৬ জিবি স্টোরেজেও এই ফোন পাওয়া যাচ্ছে তবে সেটার দাম একটু বেশি হবে।
৩) পকো এম 6 প্রো (Poco M6 Pro):
এই ফোনটি হল Redmi 12 5g-এর Rebadged Version। এই ফোনে ৬ জিবি Ram ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে যেটার দাম প্রায় ১৫ হাজার মতোই এটি বিভিন্ন কালারের পাওয়া যাবে।
৪) আইকিউ জেড 6 লাইট 5জি (Icu z6 light 5g):
এই মডেলও প্রায় ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।এই ফোনের ফিচারসগুলো হল-
- প্রসেসর- ওয়ালকম স্ন্যাপড্রাগন 4জেন 1প্রসেসর।
- ডিসপ্লে- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিভি ডিসপ্লে।
- ক্যামেরা- ডুয়েল রেয়ার ক্যামেরা সেটাপ। ৫০ মেগাপিক্সেল-এ মেইন সেটআপ ক্যামেরা।
- ব্যাটারি- ৫০০০ MAH
- চার্জিং- ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং
৫) মোটো জি 84 5জি (Moto g84 5g)
এই ফোনের বিভিন্ন রকম ফিচারস রয়েছে। নেনো ডুয়েল সিম রয়েছে এই ফোনে। একটি মডেল কিন্তু বিভিন্ন ফিচারস নিয়ে তৈরি হয়েছে এই ফোন।
এছাড়াও আরো যেসব ফোনের অনুরূপ ফোন লঞ্চ হয়েছে সেগুলি হল-
১) মোটো জি50 5G ফোনের সাকসেসর হিসেবে মোটো জি54 5জি ফোন লঞ্চ হবে।
২) ইনফিনিক্স জিরো20 5G ফোনের সাকসেসর হিসেবে ইনফিনিক্স জিরো30 5জি ফোন লঞ্চ করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
2023 Hero Karizma ZMR: দেখে বিদেশি বাইক মনে হবে, এই মডেল আনল HERO, দেখে নিন ছবি
সবচেয়ে পাতলা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল Honor, ফোন ফোল্ড করতে পারবেন 400,000 বার | Honor Magic V2 Specifications
Facebook Tips: আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখনই করে নিন এই কাজ, নইলে বিপদে পড়বেন!
X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর
WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও