এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?
(১/৬) ভারত চন্দ্রযান-৩ (Chandrayaan 3) অভিযানে সফল হয়েছে। আর এই সফলতায় ভারত পৃথিবীর ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করেছে। চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী দেশ হিসেবে ভারত রেকর্ড গড়ে তুলেছে।
(২/৬) তবে চাঁদের অভিযানে এই সফলতার সঙ্গে সঙ্গে এর পরবর্তী লক্ষ্য ইসরো স্থির করে ফেলেছে। ইসরোর এবারের লক্ষ্য চন্দ্রযান-৪ (Chandrayaan 4)।
(৩/৬) তবে ইসরোর (ISRO) এবারের লক্ষ্যে ভারত একা নয়। অন্য এক দেশের সঙ্গে হাত মিলিয়ে এই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া হবে। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)– র সঙ্গে চুক্তি করেছে ভারত আর এই দুই দেশ যৌথভাবে চন্দ্রযান-৪ (Chandrayaan 4) অভিযানের কাজ করবে।
(৪/৬) এই অভিযানের আসল নাম হল লুপেক্স (লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন)। এই লুপেক্স-এর কাজ হলো মূলত চাঁদের মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালানো। ভারত এবং জাপান মিলিতভাবে এই কাজটি করবে। এর অন্যতম কাজ হবে চাঁদে আদৌ জল রয়েছে কিনা তা খুঁজে দেখা।
(৫/৬) এর পূর্বে গত কয়েক বছর সময় নিয়ে চাঁদের চারপাশে কৃত্রিম উপগ্রহ, টেলিস্কোপ এবং নানাবিধ ক্যামেরার সাহায্যে জলের অস্তিত্ব সম্পর্কে একটি ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আর সে থেকেই বিজ্ঞানীরা চন্দ্রযান-৪ অভিযান চালাচ্ছে।
(৬/৬) বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হলো চাঁদে জল রয়েছে কিনা তা খুঁজে দেখা। তবে এই অভিযান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আশা করা হচ্ছে এই অভিযানের ফলে ভারত ও জাপানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুত্ব পূর্ন হয়ে যাবে আগামী ২০২৬ সালের মধ্যে এই চন্দ্রভিযান হতে পারে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই