Vivo T3x 5G: ৬০০০ mAh ব্যাটারিযুক্ত Vivo-র স্লিমেস্ট ফোনে আর কী কী থাকতে চলেছে? জেনে নিন বিস্তারিত
Vivo T3x 5G: ভারতীয় বাজার আত্মপ্রকাশ করতে চলেছে Vivo T3x 5G স্মার্টফোন। আগামীকাল অর্থাৎ ১৭ এপ্রিল ভারতীয় বাজারে Vivo T2x 5G ফোনের সাকসেসর হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo T3x 5G স্মার্টফোনটি। যদিও অফিসিয়ালি ফোনটির মুক্তির আগেই সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ফোনটির স্পেসিফিকেশনস এবং ফিচার সম্পর্কে তথ্য সামনে আনা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, উক্ত ফোনটিতে থাকতে পারে ৬,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি।
ভিভো সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি টিজার ভিডিও শেয়ার করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। Vivo T3x 5G ফোনের লুক এবং কালার সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে পূর্বেই জানানো হয়েছিল। এরমধ্যে উক্ত ফোনটির প্রসেসর সম্পর্কে তথ্য সামনে এসেছে। ভিভো সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট ফোনটির দাম সম্পর্কে পূর্বাভাস জানানো হয়েছে। ফোনটিতে থাকতে পারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, Vivo T3x 5G স্মার্টফোনটি সেগমেন্টের স্লিমেস্ট অর্থাৎ সরু প্যানেল যুক্ত ফোন হতে পারে। সংশ্লিষ্ট ফোনটির নিচের অংশ হতে পারে ৭.৯৯ মিমি পুরু। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম থাকতে পারে ১৭,০০০ টাকার মধ্যে। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইন্ডিয়ার মাইক্রোসাইটে জানানো হয়েছিল যে, ভারতীয় বাজারে সংশ্লিষ্ট ফোনটির দাম ১৫,০০০ টাকার মধ্যে হতে পারে। সংশ্লিষ্ট ফোনটিতে থাকবে একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট।
মনে করা হচ্ছে যে, এই সংশ্লিষ্ট ফোনটির দাম ১৪,০০০ টাকা থেকে শুরু করে ১৭,০০০ টাকার মধ্যে থাকবে। Vivo T3x 5G স্মার্টফোনটিতে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই কথা পূর্বেই জানা যায় ফ্লিপকার্টের মাইক্রোসাইটের তথ্য অনুসারে।
Vivo T3x 5G স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হতে পারে OctaCore Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর। ফোনটিতে থাকতে পারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ভারতীয় বাজারে ফোনটি সেলেস্টিয়াল গ্রিন ও ক্রিমসন রেড এই দুটি রঙে আত্মপ্রকাশ করতে পারে ফোনটি। ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ এমপি ডেপথ শুটার ক্যামেরা সেন্সর। থাকতে পারে একটি LED ফ্ল্যাশলাইট। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
সংশ্লিষ্ট ফোনটিতে থাকতে পারে ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সিস্টেম। প্রাপ্ত তথ্য অনুসারে ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির একটি HD+ ডিসপ্লে যেটি রেজোলিউশন যুক্ত। Vivo T3x 5G স্মার্টফোনটি ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ ভারতীয় বাজারে আসতে পারে।