শীঘ্রই লঞ্চ হতে পারে 12 জিবি RAM সহ Infinix GT 20 Pro, জেনে নিন এর স্পেসিফিকেশন সহ বিস্তারিত
Infinix GT 20 Pro 5G: Infinix সংস্থার তরফ থেকে GT ১০ সিরিজের আপগ্রেড ভার্সন বাজারে আত্মপ্রকাশ নিয়ে চলছে জোর প্রস্ততি। খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Infinix GT 20 Pro স্মার্টফোন। উক্ত ফোনেটি পূর্বেই প্রকাশ্যে এসেছে বেঞ্চমার্কিং সাইটে গীকবেঞ্চ প্লাটফর্মের মাধ্যমে। সম্প্রতি এই ফোনটি FCC লিস্টিং-এ প্রকাশ পেয়েছে। ফোনটি স্পেসিফিকেশন ও ফিচারস সম্পর্কে জানুন বিস্তারিত তথ্য।
Infinix GT 20 Pro ফোনের FCC লিস্টিং:
১. ফেডারেল কমিউনিকেশন কমিশনের তরফ থেকেসার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix GT 20 Pro স্মার্টফোনটি প্রকাশিত হয়েছে মডেল নম্বর X৬৮৭১ সহ।
২. সেখানে দেখা গেছে ফোনটিতে চার্জিং সাপোর্ট সিস্টেম হিসাবে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। U45XSB মডেল নাম্বার যুক্ত চার্জার দিয়ে সেটি পরীক্ষা করে দেখা হয়েছে। উক্ত চার্জারটি 15W (5V/3A) এবং 45W (11V/4.1A) পাওয়ার আউটপুট প্রদান করে।
৩. উক্ত স্মার্টফোনে ভালো প্রদর্শনের জন্য রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪. প্রকাশিত লিস্টিং অনুযায়ী, দেখা গেছে উক্ত ফোনটিতে রয়েছে পূর্বের মডেলের মতো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
৫. লিস্টিং অনুযায়ী, ফোনটির ডায়ম্যানশন ১৬৪×৭৪.৫×৭.৬ মিমি।
৬. উক্ত স্মার্টফোনটি ৫ জি নেটওয়ার্ক কানেকশন সাপোর্টেড। এছাড়াও WiFi ৬৮০২.১ a/n/ac/ax কানেক্টিভিটি রয়েছে।
আরও পড়ুন👉: হোলির ধামাকা অফার! ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে এই কোম্পানি! ফায়দা নিতে জেনে নিন
Infinix GT 20 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন:
প্রসেসর (Processor):
প্রকাশ পাওয়া লিস্টিং অনুসারে, Infinix GT 20 Pro স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity ৮২০০ প্রসেসর।
ব্যাটারি (Battery):
উক্ত স্মার্টফোনে উপলব্ধ রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ছাড়াও চার্জিং সুবিধার জন্য রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
আরও পড়ুন👉: স্মার্টফোন শেষ হয়ে যাবে ২০৩০ সালের মধ্যে! ভবিষ্যদ্বাণী বিল গেটসের
স্টোরেজ (Storage):
Infinix GT 20 Pro স্মার্টফোনে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এবং অন্যটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এরমধ্যেই Infinix GT 20 Pro স্মার্টফোনটি প্রকাশিত ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) সাইটে। তবে সংস্থার তরফ থেকে এখন অফিসিয়ালি কোন কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে যে, কিছুদিনের মধ্যেই সংস্থার তরফ থেকে এই ফোনটি লঞ্চ করা হবে।