2023 Hero Karizma ZMR: দেখে বিদেশি বাইক মনে হবে, এই মডেল আনল HERO, দেখে নিন ছবি
2023 Hero Karizma ZMR: বহুদিন অপেক্ষা করার পর বাইক লাভারদের কাছে হিরো নিয়ে এলো এক নতুন মডেল,2023-এ Hero Karizma আনল Hero MotoCorp। এই বাইকের দাম মোটামুটি ১.৭০ লক্ষ টাকা। তবে জানা গেছে যে পরবর্তীকালে এই বাইকের দাম আরো ১০০০০ টাকা বাড়তে পারে। হৃত্বিক রোশন এই বাইকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।
হিরো মটোকরপ বুকিং প্রক্রিয়া(Hero MotoCorp Booking Process):
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে মাত্র ৩০০০ টাকার টোকেন মানি দিয়ে এই বাইকটি বুক করতে হবে প্রথমে।
হিরো মটোকরপ বৈশিষ্ট্য (Hero MotoCorp characteristics):
2023 Hero Karizma ZMR যে নতুন MotoCorp বাইক এনেছে,সেই বাইকের বৈশিষ্ট্য গুলি হল –
• লিকুইড-কুলড DOHC হবে।
• 210cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাবে, যা 9,250rpm-এ, 25.5bhp ও 7,250rpm-এ 20.4Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে৷
• এই ইঞ্জিনটি নতুন 6- স্পিড গিয়ারবক্স আছে।
• ক্রেতারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন।
• ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, একটি স্লিপ অ্য়ান্ড অ্যাসিস্ট ক্লাচ, একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড রয়েছে।
• হিরোর ইঞ্জিন স্টার্ট/স্টপ প্রযুক্তিযুক্ত।
• হিরো বাইকের অফিসিয়াল মাইলেজের পরিসংখ্যান প্রায় 32 kmp দেবেl Hero Karizma-এর সর্বোচ্চ গতি 140 kmph হবে।
Karizma XMR অতীতের Karizma থেকে ডিজাইনের দিক থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন এটি একটি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন পায়, যা সেগমেন্টে প্রথম।
Hero Karizma XMR, 210 Suzuki Gixxer SF250 এবং Yamaha R15 V4-এর মত বাইকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে হিরোর এই স্পোর্টস বাইক। হিরোর এই স্পোর্টস বাইক অন্যান্য নামকরা বাইকের মতোন সমান যোগ্যতা সম্পন্ন।
এই বছর অনেকগুলি বাইক লঞ্চ হওয়ার কথা। এর মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড বুলেট। রয়েল এনফিল্ড বুলেট লাভারদের কাছে এটি একটি বিরাট সুখবর।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, নতুন কী কী নিয়ম চালু হচ্ছে?
চলতি মাসে ১৫ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে? দেখে নিন (Smartphones Under 15000 in Bengali)
সবচেয়ে পাতলা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল Honor, ফোন ফোল্ড করতে পারবেন 400,000 বার | Honor Magic V2 Specifications
Facebook Tips: আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখনই করে নিন এই কাজ, নইলে বিপদে পড়বেন!
X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর