১০ হাজারের কমে 5G ফোন কিনতে চান? Poco-র এই ফোনে আছে 50MP ক্যামেরা সহ অনেক কিছু কিছু
বর্তমানে Poco ব্র্যান্ডটি স্বল্পমূল্যে একাধিক ভালো ক্যামেরা ও স্টোরেজ এবং স্টাইলিশ ডিজাইনের ফোন ভারতীয় বাজারে এনে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। আপনি যদি ১০,০০০ টাকার কমে এই কোম্পানির একটি 5G ফোন কিনতে চান সেক্ষেত্রে Poco M6 Pro 5G ফোনটি কিনতে পারেন।
১২৮ জিবি স্টোরেজ, ৫০০০ mAh ব্যাটারি, ৫০ এমপি ক্যামেরা সমেত ফোনটিতে Flipkart ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন ১০,০০০ টাকারও কম দামে। এর সাথেই আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার, ব্যাংক কার্ড পেমেন্ট ডিসকাউন্ট অফারও। Poco M6 Pro 5G ফোনের দাম, অফার, ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানুন।
Poco M6 Pro 5G ফোনের অফার মূল্য:
Poco M6 Pro 5G ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১১,৯৯৯ টাকা। বর্তমানে এটি আপনি Flipkart ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে কিনতে পারবেন মাত্র ৯,৯৯৯ টাকায়। তবে আপনি যদি ফোনটি কেনার সময় Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট সেক্ষেত্রে আপনি পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। আবার আপনি ফোনটি কিনতে পারেন মাত্র ৯৪৬ টাকা প্রতি মাস EMI-এর ভিত্তিতে।
আপনি যদি এই ফোনটি কেনার সময় আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন তবে পাবেন ৯৪০০ টাকা অবধি এক্সচেঞ্জ অফার। তবে এই এক্সচেঞ্জ মূল্য আপনার পুরাতন ফোনটি বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল, এরিয়া পিনকোড ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে।
আরও পড়ুন👉: Samsung Galaxy M55 ও Galaxy M15 5G ভারতে কবে লঞ্চ হবে? এর স্পেসিফিকেশন কী?
Poco M6 Pro 5G ফোনের ফিচারস স্পেসিফিকেশন স্পেসিফিকেশন:
Poco M6 Pro 5G ফোনটিতে আপনি পাবেন একটি ৬.৭৮ ইঞ্চির Full HD Plus অ্যাডাপ্টিভ-সিঙ্ক্ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে Snapdragon 4 gem 2 Processor। ফোনটি ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অবধি উপলব্ধ রয়েছে।
এই ফোনটিতে রয়েছে ৫০০০ mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন এই দুটি রঙে ফোনটি কিনতে পারবেন আপনারা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)
আরও পড়ুন👉: লঞ্চ হল মাত্র Jio-র ধামাকা রিচার্জ প্ল্যান! ৫৬ দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও কল