Garena Free Fire Max Redeem Code: ডায়মন্ড জিতুন ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Garena Free Fire Max Redeem Codes: খুব কম সময়ে গেমার দের মধ্যে খুবই সাড়া ফেলে দিয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) গেমটি। কারণ এর উন্নতমানের গ্রাফিক্স, ক্যারেক্টার এবং অ্যানিমেশনের ব্যবহারের। গেমারদের কাছে সুযোগ রয়েছে প্রত্যহ রিলিজ করা আলফানউইমারিক রিডিম কোড (Redeem Code) ব্যবহার করে পুরস্কার জেতার। তবে এ কথা স্মরণ রাখা দরকার যে, এই কোড গুলির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারবে গেমাররা। জেনে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি সম্পর্কে।

Garena Free Fire Max Redeem Codes for 9 April 2024:

৯ এপ্রিল মঙ্গলবার অর্থাৎ আজকের Garena Free Fire Max Redeem Codes নিন্মরুপ-

১. FA3B8R5XD2JF0K9W

২. FP7M4Q9YG2F1L8Z6

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩. FE9V0C5B1R4S3N6A

৪. FU6L2D8I7J9R4E0Y

৫. FX2G5P9F3H6T1L4V

৬. FK9Z3LFTY6FR4C0B

৭. FW6H8K3Y5N2R7X4M

৮. FOTRYH5R6YE56IZJ

৯. FF4W2Q7D1E6Y8BNX

১০. FM3N7A9V1X5C8JKL

কিভাবে ব্যবহার করিবেন এই Redeem কোডগুলি:

ফ্রী ফায়ার গেম এই ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে অফিসিয়াল Redemption ওয়েবসাইটে। https://reward.ff.garena.com/en পোর্টালে যেতে হবে গেমারদের।

এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK I’d দিয়ে এই ওয়েবসাইটটি লগইন করতে হবে।

আরও পড়ুন👉: iPhone 14 Offers: এবার ৫০,০০০-এর কমে কিনতে পারবেন iPhone! কী ভাবে পাবেন?

তারপর ওপরে উল্লেখিত একটি রিডিম কোডটি ওয়েবসাইটের টেক্সট বক্সে দিয়ে Confirm Button অপশনে প্রেস করতে হবে। তারপর আপনার সামনে আসবে একটি ডায়ালগ বক্স। তারপর সেখানে ‘Ok’ অপশনে প্রেস করে কোড রিডিম করতে হবে।

এরপর আপনার কোডটি রিডিম হওয়ার পর আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে এক্ষেত্রে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে এ কথা মাথায় রাখবেন যে এই রিডিম কোডগুলি শুধুমাত্র প্রথম ৫০০ জন ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে। তাই যত দ্রুত সম্ভব কোড রিডিম করুন।

আরও পড়ুন👉: মাত্র ৭,৯৯৯ টাকাতেই 50MP Camera সহ Samsung Smartphone পাওয়া যাবে! রইলো বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

WhatsApp গ্রুপ-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: মাত্র ১০,০০০ টাকার বাজেটে লঞ্চ হল সস্তা Moto G04s মোবাইল, এতে 50MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে?