৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর
(১/৫) বর্তমান টেলিকম বাজারে সবচেয়ে প্রথম সারির সংস্থা গুলি হল জিও, এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন ইত্যাদি। তবে এর মধ্যে বিএসএনএল(Bharat Sanchar Nigam Limited)-ও অনেক উন্নতমানের একটি টেলিকম সংস্থা।
(২/৫) সম্প্রতি বিএসএনএল এমন একটি রিচার্জের অফার লঞ্চ করেছে যাতে থেকে গ্রাহকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বিএসএনএল -এ অফার প্রথম সারির টেলিকম সংস্থাগুলিকেও টেক্কা দেবে। চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(৩/৫) পুজোর মরশুমে কম বেশি সকল সংস্থা যেমন – রিলায়েন্স জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea), ভারতী এয়ারটেল (Bharti Airtel) তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে সেক্ষেত্রে BSNL-ও পিছিয়ে নেই। গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে হাজির হয়েছে এই সংস্থা। আর আপনি যদি একজন বিএসএনএলের গ্রাহক হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই।
(৪/৫) বিএসএনএল তার গ্রাহকদের জন্য সমস্ত রকমের রিচার্জ প্ল্যান রেখেছে। বিএসএনএলের এমন কয়েকটি অফার রয়েছে যা আপনার আশার চাইতেও আপনাকে বেশি পরিষেবা প্রদান করবে। তবে এবার পূজোতে বিএসএনএল একটি নতুন অফার দিচ্ছে যাতে আপনি ১০০ টাকার কম ব্যয় ৩০০ দিনের বৈধতা পাবেন। এই রিচার্জটি আপনি গ্রহণ করলে প্রতি মাসে আপনার ৮০ টাকা রিচার্জ খরচ পড়ছে।
(৫/৫) বিএসএনএল এর নতুন রিচার্জ প্লানের মূল্য হল ৭৯৭ টাকা। আপনি এই রিচার্জটি গ্রহণ করলে ৩০০ দিনের বৈধতা পেয়ে যাবেন। সঙ্গে ৩০০ দিনের আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2gb ডেটা, ১০০ টি এস এম এস এর সুবিধা। আপনিও যদি একজন বিএসএনএল -এর গ্রাহক হন তাহলে আর দেরি কেন সংস্থার এই অসাধারণ রিচার্জ প্ল্যানটি আজই গ্রহণ করুন আর পেয়ে যান ৩০০ দিনের আনলিমিটেড কলিং সহ দারুন পরিষেবা।
আরও পড়ুন:
👉 iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?
👉 Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার
👉 WhatsApp চ্যানেল কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি
👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন
👉 Jio Recharge Plan: মাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা