৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)
Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers
(১/১০) সামনেই আসছে দুর্গা পুজো। আর সেই উপলক্ষেই বাঙালির কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অনলাইন কেনাকাটায় অভ্যস্ত। মনের মত ড্রেস থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায় অনলাইন মাধ্যমে। তবে পুজোর কেনাকাটা হবে আর অনলাইন কোম্পানিগুলি সেল দেবে না সেটা কি কখনো হয়।
(২/১০) আর তাই প্রতি বছরের মত এই বছরেও অন্যান্য অনলাইন কোম্পানিগুলির মত amazon বড় একটি ঘোষণা করেছে। ইতিমধ্যেই Flipkart Big Billion Days 2023 সেলের ঘোষণা হয়ে গেছে। আর তাই অ্যামাজনও দেরি না করে নিজেদের Amazon Great Indian Festival 2023 সেলের কথা জানিয়ে দিয়েছে। সেলের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও সেলের ডেডিকেটেড পেজ লাইভ হয়ে গেছে।
(৩/১০) অ্যামাজনের এই ওয়েব পেজটি থেকে মোবাইল, স্মার্ট টিভি, ইলেকট্রনিক্স থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রোডাক্টের কি অফার দেবে সেই বিষয়ে জানা গেছে। নিম্নে Amazon Great Indian Festival 2023 সেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো।
Amazon Great Indian Festival 2023 Date
(৪/১০) সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য মারফত জানা গেছে যে Amazon Great Indian Festival 2023 সেল ১০ অক্টোবর থেকে শুরু হতে পারে। এই তথ্য যদি সত্য হয় তাহলে অ্যামাজন প্রাইম মেম্বারদের একদিন আগে অর্থাৎ ৯ অক্টোবর থেকে সেলের আর্লি অ্যাকসেস সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
Amazon Great Indian Festival 2023 – এ অনেক কম দামে ফোন কেনা যাবে
(৫/১০) অ্যামাজনের সেল শুরু হলে অন্যান্য প্রোডাক্টের সঙ্গে সঙ্গে যে প্রোডাক্টের উপর ছাড় পাওয়া যাবে সেটি হল মোবাইল ফোন। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের পেজ অনুযায়ী জানা গেছে মোবাইল এবং এই সম্পর্কিত অন্যান্য প্রোডাক্ট গুলির উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আরো একটি ভালো খবর হলো এই অফারেই Samsung Galaxy S23 FE স্মার্টফোনটি আপনি সেলে পেতে পারেন।
(৬/১০) অ্যামাজনের ডেডিকেটেড মোবাইল লিস্টিং পেজ থেকে এমনটাই জানা গেছে। শুধু তাই নয় এটি ছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া Honor 90 5G সহ Realme Narzo 60x 5G, OnePlus Nord CE 3 5G, iQOO Z7 Pro 5G এই ফোন গুলি সেলে কিনতে পাওয়া যাবে। তবে এগুলি ছাড়াও এই সেলে কম দামে কিনতে পারবেন OnePlus Nord CE 3 Lite 5G, Samsung Galaxy M34 5G, Oppo A78 5G, iQOO Z7s, Tecno Pova 5 Pro 5G, ইত্যাদি মিড-রেঞ্জের ফোনগুলি।
(৭/১০) ডিসকাউন্টে কিনতে পারবেন iPhone 13, Samsung Galaxy S23 সিরিজ OnePlus 11 এর মডেল। আবার আপনি যদি কমদামের মধ্যে ভাল ফোন কিনতে চান তাহলেও এই সেল থেকে কিনতে পারবেন যেমন – Lava Blaze 5G, Redmi 12C, Redmi 12 5G, iQOO Z6 Lite, itel A60s ইত্যাদি।
(৮/১০) Amazon Great Indian Festival 2023 সেলে আপনি যে শুধু ডিসকাউন্টে এই ফোনগুলো কিনতে পারবেন তাই নয়, বরং এই অফার গুলি ছাড়াও নো কস্ট ইএমআই এক্সচেঞ্জ অফার এবং অ্যাডভান্টেজ জাস্ট ফর প্রাইমের মতো অফার পাবেন। ফোন কেনার ক্ষেত্রে এছাড় গুলি আপনাকে দেওয়া হবে।
স্মার্টওয়াচ, ল্যাপটপ এই প্রোডাক্টগুলোর ওপরও মিলবে ডিসকাউন্ট
(৯/১০) অ্যামাজন কোম্পানির সেলে ফোনের সঙ্গে সঙ্গে আপনি ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন এগুলোর উপর প্রায় ৭৫ শতাংশ ছাড় পাবেন। স্মার্ট টিভি এবং অ্যাপ্লায়েন্সগুলির ওপরও একই ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য প্রডাক্টগুলি যেমন – অ্যালেক্সা (Alexa) চালিত ডিভাইস, অ্যামাজন, কিন্ডলে (Kindle), ফায়ার টিভি (Fire TV) এগুলির উপর মিলবে ৫৫ শতাংশ ছাড়।
ব্যাংকের জন্য বিশেষ উপর অফার
(১০/১০) Amazon Great Indian Festival 2023 সেলে আপনি যদি কেনাকাটার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করেন তাহলে এর জন্য ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
আরও পড়ুন:
👉 Old Mobile Tips: পুরনো মোবাইল আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! মাসিক আয় বাড়বে ২-৩ গুণ
👉 ‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র
👉 iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?
👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর