‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিখ্যাত অ্যাপ twitter এর নাম পরিবর্তন করে ‘এক্স‘ (X) রাখা হয়েছে। এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক (Elon Musk) মাইক্রো ব্লগিং মাধ্যমে এই অ্যাপটিকে এভরিথিং অ্যাপ তৈরি করতে চান। তিনি চান যে এই অ্যাপটি ইউজারদের কাছে এমন একটি অ্যাপ হয়ে উঠুক যার দ্বারা ইউজাররা তাদের প্রয়োজনীয় সমস্ত কাজ এর মাধ্যমে করতে পারবে।

(২/৭) যাকে এক কথায় বলা হয় এভরিথিং অ্যাপ। এলন মাস্ক এবার এক্স মাধ্যমে নিয়ে আসতে চলেছে পেমেন্ট ফিচার (Payment Features)। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে এবার থেকে ইউজাররা টাকা লেনদেন করার সুযোগ পাবেন।সম্প্রতি এই খবরটি জানিয়েছেন এক্স- এর সিইও (CEO) লিন্ডা ইয়াক্কারিনো

(৩/৭) এলন মাস্ক টুইটার অ্যাপটি কিনে নেওয়ার পর এর নতুন নামকরণ করেছেন এক্স। আর এরপরে থেকেই এই মাইক্রো ব্লগিং মাধ্যমে একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে। ইউজাররা এই অ্যাপে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে আরও বেশি শব্দ যোগ করে। এক্স এমন একটি মাধ্যম যেখানে অনেক বেশি সময়ের ভিডিও, লেখা ইত্যাদি পোস্ট করা যায়।

(৪/৭) শুধু তাই নয় এর সঙ্গে আরও অনেক ফিচার যুক্ত রয়েছে। তবে এইবার এগুলোর সঙ্গে সঙ্গে পেমেন্টের নতুন ফিচার যোগ হলো। এক্স মাধ্যমের বর্তমান সিইও লিন্ডা ইয়াক্কারিনো ইউজারদের একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে এই খবরটি নিশ্চিত জানিয়েছেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) এখানেই শেষ নয় এক্স মাধ্যমে যুক্ত হতেও চলেছে আরো একটি নতুন ফিচার। সম্প্রতি এলন মাস্ক (Elon Musk) একটি পোস্ট করেছিল যেখান থেকে এই বিষয়ের আভাস পাওয়া যায়। এই অ্যাপে অডিও এবং ভিডিও কলের ফিচার যোগ করা হচ্ছে। এর ফলে আপনি এই অ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কল করতে পারবেন।

(৬/৭) তবে এই খবরটিকে এখন শুধু আভাসেই নয় বাস্তবায়িত করেছেন এলন মাস্ক (Elon Musk)। তিনি চান যে এই অ্যাপটি এভরিথিং অ্যাপে পরিণত হোক, যাতে ইউজাররা তাদের প্রয়োজনীয় সমস্ত চাহিদা ও কাজ এই অ্যাপে থেকেই করতে পারে।

Payment feature like Google Pay is coming in X platform, CEO announced

(৭/৭) এই অ্যাপে সম্প্রতি এত বেশি পরিষেবা যুক্ত করার কারণ হলো এক্স অ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ‘থ্রেডস’ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এই অবস্থায় ইউজারদের ধরে রাখতে গেলে এক্স অ্যাপে যে আরো পরিষেবা বাড়াতে হবে সেটি বুঝে গেছেন অ্যাপ নির্মাতা। তাই এই অ্যাপে নিত্যনতুন ফিচার যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন:

👉 Flipkart Sale: ফ্লিপকার্টে আসছে ‘Big Billion Day’ সেল, কোন কোন জিনিস ও কোন কোন ব্যাঙ্কে ছাড় পাবেন? জেনে নিন

👉 iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?

👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর

👉 Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার

👉 WhatsApp চ্যানেল কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি

👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *