১৪,০০০-এর মোবাইল মাত্র ৭,০০০-এ! Redmi-র বিরাট অফার, কোথায় পাবেন জানুন
(১/৬) বর্তমানে Redmi 12C স্মার্টফোনটি (4 GB RAM+64 GB ROM) আপনি ১৩,৯৯৯ টাকার বদলে পেয়ে যাবেন মাত্র ৬,৯৯৯ টাকায়। অর্থাৎ আপনি ফোনটি বর্তমান বাজার মূল্যের থেকে ৭০০০ টাকা কমে পেয়ে যাবেন। বর্তমানে ফোনটিতে থাকছে ৫০ শতাংশ ছাড়।
(২/৬) কেবলমাত্র এটিই নয় আপনি ফোনটি কিনতে পারবেন নো-কস্ট ইএমআই (No Cost EMI)-এর মাধ্যমেও। আপনি যদি ফোনটি এক্সচেঞ্জ-এর মাধ্যমে কেনেন তবে পেয়ে যাবেন ৬,৬০০ টাকা অবধি ছাড়। তবে এই নির্ধারিত হবে আপনার পুরাতন ফোনটির বর্তমান অবস্থার উপর। ফোনটিতে উপলব্ধ আছে ৬.৭১ ইঞ্চির HD এবং LCD ডিসপ্লে (১,৬০০×৭২০ পিক্সেল)। যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
অ্যান্ড্রয়েড ভিত্তিক মিইউআই ১৩ তে চলে Redmi 12C
(৩/৬) Redmi 12C স্মার্টফোনটিতে উপলব্ধ আছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। ভালো পারফরম্যান্সের জন্য প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ক্যামেরা কোয়ালিটির মধ্যে রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। ব্যাটারি সাপোর্ট হিসাবে আছে একটি ৫,০০০ mAh শক্তিশালী ব্যাটারি।
(৪/৬) Redmi 12C ফোনটিতে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনটিতে রয়েছে একটি চমকপ্রদ বক্সি লুক। ফোনটির পিছনের প্যানেলে জ্যামিতিক প্যাটার্ন সেখানে সূর্যের আলো পড়লে সবুজ এবং হলুদ শেড লক্ষণীয় হবে। পুরাতন মডেল গুলির ডিজাইন থেকে নতুন মডেলের লুক বদল করেছে কোম্পানি।
(৫/৬) Redmi 12C ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে রিয়ার-মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সঙ্গে রয়েছে টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল। শাওমির অন্যান্য রেডমি নোট মডেলগুলিতেই রয়েছে আন্ডার-ডিসপ্লে সেন্সর বা সাইড-মাউন্টেড স্ক্যানার। Redmi 12C ফোনটি ৫২ IP রেট সমন্বিত যা ধুলো এবং জল থেকে ফোনটিকে রক্ষা করে।
Redmi 12C মোবাইলে মেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি
(৬/৬) Redmi 12C ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সমন্বিত ৫০০০ mAh ব্যাটারি সাপোর্ট যুক্ত। ফোনটিতে চার্জিং সুবিধার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটি ১০ ওয়াটের। ফোনটি ইউএসবি-সি পোর্টগুলির উল্টো। এমনটা মটোরোলার মটো ই ১৩ তে আছে। Redmi 12C ফোনটি সস্তায় বিক্রি করা হলেও এতে থাকছে টাইপ-সি পোর্টের সুবিধা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 অবশেষে লঞ্চ হলো Tata Punch EV গাড়ির, বুকিং মাত্র 21,000 টাকায়
👉 Tecno Pop 8: মাত্র ৫,৯৯৯ টাকায় TECNO-র দুর্দান্ত মোবাইল! ক্যামেরা, অন্যান্য ফিচার জেনে নিন
👉 OnePlus 12 নাকি Samsung Galaxy S24? কোন মোবাইল রাজত্ব করবে? রইল তুলনা