Telegram-এর এই ভার্সন ভুলেও ডাউনলোড করবেন না, চুরি কোটি কোটি লোকের তথ্য!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/১০) সোশ্যাল মিডিয়ায় জালিয়াতকারীদের অভাব নেই। তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে চলেছে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপে (Android App) ম্যালওয়্যার খুবই সাধারণ ঘটনা হয়ে গেছে। প্রায় প্রতিদিনই যে সমস্ত এন্ড্রয়েড অ্যাপের তালিকা গুলি বেরিয়ে আসে তাতে কোন একটাতে ম্যালওয়ার থেকে যায়।

(২/১০) তবে google প্রতিটি অ্যাপকেই সময় অনুযায়ী ফিল্টার করে, কিন্তু এতে ম্যালওয়্যার অ্যাপের সংখ্যা কমতে দেখা যাচ্ছে না। বরং এই অ্যাপগুলোর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আবার হ্যাকারদের নতুন একটি জালিয়াতির চক্রান্ত সামনে এসেছে সেটি হল তারা একটি জনপ্রিয় অ্যাপের নকল ভার্সন বানিয়ে ফোন হ্যাক করার চেষ্টা করছে। নিম্নে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

(৩/১০) বর্তমানে অধিকাংশ ইউজারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা টেলিগ্রাম (Telegram) ইউজ করে। তবে এই টেলিগ্রামের ব্যাপারে নতুন একটি তথ্য সকলেরই হয়তো অজানা। আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে টেলিগ্রামের ব্যাপারে এই তথ্যটি যেন আপনার একান্ত জরুরী।

(৪/১০) ক্যাসপারস্কি নামে একটি অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার বা সুরক্ষা সংস্থা রয়েছে তাদের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রামের (Telegram) একটি সংস্করণ পাওয়া গিয়েছে যাতে ট্রোজান ম্যালওয়ারের উপস্থিতি পাওয়া গিয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/১০) এই ট্রোজান হল একটি স্পাইওয়্যার। এই জালি সংস্করণটির নাম টেলিগ্রাম আপে ইভিল টেলিগ্রাম নামে রয়েছে। হ্যাকাররা এর সাহায্যে খুব সহজেই আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে।

(৬/১০) তবে সম্প্রতি একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই অ্যাপটিকে বর্তমানে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু সরিয়ে ফেলার পূর্বে এই অ্যাপটি প্রায় এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন। এই অ্যাপটি তৈরি করেছে চিনা ডেভলপাররা


(৭/১০) এই অ্যাপটির ব্যাপারে ইভিল টেলিগ্রামের ডেভলপাররা জানিয়েছেন যে, এটি আসল টেলিগ্রাম অ্যাপ এর চেয়ে অতি দ্রুত কাজ করে। অ্যাপটিতে ক্ষতিকারক কোড থাকার কারণে ইউজারদের ব্যক্তিগত তথ্য জালিয়াতকারীরা খুব সহজে পেয়ে যায়।

(৮/১০) জালিয়াতকারীরা টেলিগ্রাম অ্যাপ (Telegram App) ব্যবহারকারীদের যাবতীয় বিভিন্ন তথ্য যেমন আইডি, নাম, ফোন নম্বর এবং যোগাযোগের তথ্য ছাড়াও আরো বিভিন্ন ব্যক্তিগত তথ্য তারা হস্তগত করে নিচ্ছিল। শুধু তাই নয় এই অ্যাপের কোড থেকে ট্রোজান ম্যালওয়্যারের কোড পাওয়া গিয়েছে।

(৯/১০) এই অ্যাপটি ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত তথ্যসহ ফোনের সকল মেসেজের আইডি চুরি করা এবং প্রতিটি মেসেজের উপর নজর রাখার মত কাজগুলি করে চলেছিল। আর এতে সুবিধা হচ্ছিল জালিয়াত কারীদের।

Do not download this version of Telegram app

(১০/১০) তাই আপনার ফোনেও যদি এই অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে এখনই এটি আনইন্সটল করে দিন। না হলে আপনার যাবতীয় তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে এতে আপনার ব্যাংক এর সমস্ত টাকা হস্তগত করতে পারে জালিয়াতকারীরা। তাই অ্যাপটি ইন্সটল করা থাকলে এটি আনইন্সটল করে দিন।

আরও পড়ুন:

👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে

👉 Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা

👉 Hello UPI: এবার মুখে বললেই UPI-তে টাকা ট্রান্সফার হয়ে যাবে! কি ভাবে? জেনে নিন

👉 এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর

👉 Nokia 6600 5Gনোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির

👉 iPhone 15নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *