Airtel থেকে Jio থেকে BSNL, সহজেই আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না, TRAI-এর নতুন নিয়ম জারি
TRAI-এর তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা এবং বিভিন্ন রকম প্রতারণার রোধ করার উদ্দশ্যে। টেলিকম অপারেটরদের জন্য একাধিক নতুন নিয়ম নীতি চালু করা হচ্ছে। এরমধ্যে জানা যায় যে, TRAI মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সংক্রান্ত নিয়মাবলী সংশোধন করার কথা বলেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এর পূর্বে ২০০৯ সালে নিয়ম সংশোধন করা হয়েছিল। তারপর চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের নতুন করে নিয়ম সংশোধন করা হয়েছে।
খবর অনুযায়ী, এবার সংযোজন করা হয়েছে সর্বমোট ৯টি নতুন নিয়ম। এর মধ্যে ৯ নাম্বার নিয়মে বলা হয়েছে যে, গ্রাহকরা সিম কার্ড সোয়াপ করলে দ্রুত সেই সিমকার্ডটি আর অন্য কোনো টেলিকম নেটওয়ার্ক পোর্ট করাতে পারবে না।
TRAI-এর তরফ থেকে জানানো হয়েছে যে, কোনো একটি নেটওয়ার্ক থেকে সিম কার্ড অন্য আরেকটি নেটওয়ার্কের বদল করার পর কমপক্ষে ৭ দিন সেই পরিবর্তিত নেটওয়ার্কটি গ্রহকে ব্যবহার করতে হবে। অন্যথায় অন্য কোন নেটওয়ার্কের সিম কার্ডটি পোর্ট করা যাবে না।
কোন গ্রাহক যদি পরিবর্তিত সিম কার্ডটির ৭ দিন ব্যবহার না করেন তবে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ওই সিম কার্ডের জন্য UPC (Unique Porting Code) প্রস্তুত করতে পারে না। যেকারনে স্প্যাম এবং জালিয়াতির মতো অন্যান্য সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন👉: SIM Card: ১ জুলাই নতুন নিয়ম জারি হচ্ছে সিম কার্ড নিয়ে, বিপদে পড়ার আগে এখনই জেনে নিন
এই কারণে TRAI-এর তরফ থেকে গ্রাহকদের স্প্যাম এবং জালিয়াতি থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই সংশোধনের নিয়ম জারি করা হয়েছে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এবং গ্রাহকের সম্পর্ক যাতে সুরক্ষিত এবং শান্তিপূর্ণ থাকে সেই উদ্দেশ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
TRAI এর তরফ বলা হয়েছে যে, প্রতারণামূলক সিম বদল বা জাল নথিপত্রের মাধ্যমে মোবাইল নাম্বার পোস্ট করা বন্ধ করতে এই সংশোধনী নিয়মগুলি জারি করা হয়েছে। সিমকার্ড পোর্ট (Sim Card Port) করবার জন্য চালু হয়েছে নয়া মানদন্ডের নিয়ম। এবার থেকে সিম কার্ড বদল বা মোবাইল নাম্বার পোর্ট করবার জন্য ৭ দিন আগে থেকে UPC-এর জন্য আবেদন করতে হবে। না হলে UPC প্রদান করা হবে না।
আরও পড়ুন👉: হোলির ধামাকা অফার! ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে এই কোম্পানি! ফায়দা নিতে জেনে নিন
কোন ব্যবহারকারীর সিম কার্ড (Sim Card) নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তিনি নতুন সিম কার্ড নিয়ে থাকেন। সিম কার্ড ভালো ভাবে কাজ না করলে বা হারিয়ে গেলে সিম কার্ড বদল করার জন্য গ্রাহকরা তাদের কাছাকাছি টেলিকম অপারেটরের সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন। তবে এর জন্য গ্রাহকের অবশ্যই একটি বৈধ-নথির দরকার হয়।