Android ফোনে যে কোনো ছবি থেকে Text কীভাবে কপি করবেন? রইল পদ্ধতি
দেশের প্রায় অধিকাংশ মানুষই ফোন ব্যবহার করেন। আর বর্তমানে ফোন মানে কেবলমাত্র মোবাইলে কথা বলা নয়। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন মানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে হাজার একটা নোটিফিকেশন, গেমস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে স্মৃতির পাতায় হাজারও ছবি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে থাকা একাধিক ছবিগুলিতে থাকে মনের মত কিছু টেক্সট। তবে সেই ছবিগুলির টেক্সট কপি করা বেশ কষ্টসাধ্য।
তবে ছবির টেক্সট কপি (Text Copy)করার আছে কিছু সহজ উপায়। অ্যান্ড্রয়েড ফোন গুলিতে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ়’ (Copy Text From Photos) নামক একটি অপশন আছে। তবে স্মার্টফোনে থাকা এমন একাধিক ফিচার্স সম্পর্কে বহু জনই জানেন না। আপনি এই ফিচারস এর মাধ্যমে খুব সহজেই কোন বই বা কাগজের ছবি তুলে টেক্সট করে পোস্ট করতে পারেন। ফোনে থাকা ক্যামেরা অ্যাপের মধ্যে থাকা ক্যামেরা রোল (Camera Roll) অপশনটির মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। আপনি চাইলে গুগল লেন্সের (Google Lens) মধ্যম ছবির টেক্সট কপি করতে পারবেন। এছাড়াও আরও একাধিক পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি টেক্সট কপি (Text Copy) করতে পারবেন।
ফোনের গ্যালারির ছবি থেকে টেক্সট কপির পদ্ধতি
১. প্রথমে আপনি আপনার ফোনের গ্যালারি অপশনে গিয়ে একটি ছবি সিলেক্ট করুন যে ছবিতে লেখা টেক্সট আপনি কপি করতে চান।
২. এরপর আপনি লেন্স আইকন অপশনে ক্লিক করুন। লেন্স আইকন (Lens Icon) অপশনটির মাধ্যমে আপনি Google Lens প্রবেশ করবেন।
৩. এরপর আপনি কপি টেক্সট (Copy Text) অপশনে ক্লিক করুন। তারপরই আপনার ছবিতে থাকা টেক্সটি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে।
৪. যদি আপনার ফোনে থাকা গ্যালারি (Gallery) অ্যাপে ইনবিল্ট লেন্স অপশন না থাকে তবে গুগল ফটোতে গিয়ে আপনি সহজেই টেক্সটি কপি (Text Copy) করতে পারবেন।
গুগল ফটোজে কোনও ছবির টেক্সট কীভাবে কপি করবেন
১. প্রথমে আপনার ফোনে থাকা Google Photos অপশনটি ক্লিক করুন।
২. আপনি যে ফটোতে থাকা টেক্সটি কপি (Text Copy) করতে চান সেই ফটোটি সিলেক্ট করুন।
৩. এরপরই আপনি স্ক্রিনের নিচে থাকা লেন্স অপশনে (Lens) ক্লিক করুন।
৪. এরপর টেক্সট (Text) অপশন এ ক্লিক করুন এবং যে টেক্সটি আপনি কপি করতে চান সেটি সিলেক্ট (Select) করুন।
৫. এরপর কপি টেক্সট (Copy Text) অপশনে ক্লিক করলেই আপনার টেক্সটি কপি হয়ে যাবে।