ফোনে ফ্লাইট মোড অন রেখেও ফেসবুক- হোয়াটসঅ্যাপ করতে পারবেন, জানুন পদ্ধতি
আপনি যদি প্লেনে ট্রাভেল করে থাকেন, তবে অবশ্যই জানেন প্লেনে উঠলেই ফোনটিকে এরোপ্লেন মোড করে রাখতে বলা হয়। আপনি কি জানেন এর কারন কি? কারণ হল মোবাইলের সিগন্যালের জন্য যাতে কোনো ভাবেই প্লেনের সিগন্যাল সমস্যায় না পড়ে। প্লেনে আপনি যখনই আপনার ফোনটিতে এরোপ্লেন মোড (Airplane Mode) অন করবেন তার সাথে সাথেই অটোমেটিক্যালি ওয়াইফাই (WiFi), জিএসএম এবং ব্লুটুথ (Bluetooth) ডিসেবল হয়ে যাবে।
প্লেন যখন টেক অফ বা ল্যান্ড করে তখন ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কানেক্ট করা থাকে। মোবাইলে সিগন্যাল চালু থাকলে প্লেনের কানেক্টিভিটিতে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যা এড়াতেই যাত্রীদের ফোন এরোপ্লেন মোড (Airplane Mode) করে রাখতে বলা হয়। ফোনে এরোপ্লেন মোড (Airplane Mode) অন করে রাখলে ইন্টারনেট পরিষেবা (Internet) কাজ করে না। আপনিও যদি এরোপ্লেন মোড (Airplane Mode) অন করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চান তবে ব্যবহার করতে পারেন এই অ্যাপটি।
Force LTE Only (4G/5G)
১. প্রথমে আপনার কাছে থাকা ডিভাইস থেকে Google Play Store-এ গিয়ে Force LTE Only (4G/5G) সার্চ করুন।
২. তারপর Force LTE Only (4G/5G) অ্যাপটি ডাউনলোড (Download) করুন।
৩. অ্যাপটি ইনস্টল (Install) করার পর অ্যাপটিতে ৪টি অপশন থাকবে তার মধ্য থেকে দ্বিতীয় অপশনটি অর্থাৎ METHOD2:(ANDROID 11+) ক্লিক করুন।
৪. তারপর Mobile Information অপশনে গিয়ে মোবাইল রেডিও পাওয়ার (Mobile Radio Power) অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর আপনার ফোনে এরোপ্লেন মোড (Airplane Mode) অন থাকলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপটির সুবিধা কী?
Google Play Store অ্যাপটিতে রয়েছে ৪.৪ রেটিং। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ মিলিয়নেরও বেশি। উক্ত অ্যাপটিতে আপনি 4G/3G/2G নেটওয়ার্কে পরিষেবা পাবেন।
Force LTE Only (4G/5G) অ্যাপটি প্রতিটি ফোনে সাপোর্ট না নিতে পারে। আপনার স্মার্টফোনের ব্র্যান্ডের ওপর নির্ভর করবে এই একটি কর্ম ক্ষমতা।