Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির
(১/৯) জিও (Jio) গ্রাহকদের জন্য সুখবর। গণেশ চতুর্থীর দিন নতুন এয়ার ফাইবার পরিষেবা লঞ্চ করতে চলেছে জিও টেলিকম সংস্থা। গত সোমবার ৪৬তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই ঘোষণা করলেন।
(২/৯) জিও-র (Jio) তরফ থেকে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর সাহায্যে প্রতিদিন দেড় লাখ সংযোগ দেওয়া হবে। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে জিও নেটওয়ার্ক ২০০ মিলিয়নেরও বেশি ইউজারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
(৩/৯) এই সম্পর্কে রিলায়েন্স সংস্থা জানিয়েছে যে, বর্তমানে ১০ মিলিয়ন গ্রাহক জিও ফাইবার (Jio Fiber) ব্যবহার করছেন। এর নেটওয়ার্ক ১.৫ মিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্তৃত।
(৪/৯) গত সোমবার ৪৬তম বার্ষিক সাধারণ সভায় চন্দ্রযান৩-এর (Chandrayaan 3) সফল অবতরণে ইসরোকে (ISRO) শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তৃতা শুরু করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আর এই সভার মধ্যে তিনি জানান এয়ারফাইবারের কথা।
(৫/৯) তিনি বলেন যে, ‘‘লাস্ট মাইল ফাইবারের প্রয়োজনকে বাইপাস করতে জিও এয়ারফাইবার ভারত জুড়ে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে। জিও এয়ারফাইবারের মাধ্যমে আমরা প্রতিদিন দেড় লক্ষ ইউজারকে ইন্টারনেটের সঙ্গে জুড়ব৷’’
(৬/৯) শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে তিনি জানান যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance) গত দশ বছরে ১৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তার মতে, ‘নতুন ভারত আত্মবিশ্বাসে ফুটছে। ২০৪৭ সালের মধ্যে ‘সম্পূর্ণ উন্নত দেশ’ হয়ে উঠবে’।
(৭/৯) সঙ্গে তিনি আরও মন্তব্য করেছেন, ‘‘রিলায়েন্স উদীয়মান নতুন ভারতের অগ্রদূত। আপাতদৃষ্টিতে আমরা অসম্ভব লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু সেগুলো অর্জন করতে আমাদের অসুবিধা হয়নি।’’
(৮/৯) ওই সভায় তিনি রিলায়েন্সের (Reliance) আয়, ব্যয়ের হিসেবও কিছু জানান। পরিসংখ্যান এর হিসেব অনুযায়ী, রিলায়েন্সের মোট আয় ৯,৭৪,৮৬৪ কোটি টাকা। ২০২৩ অর্থবর্ষের হিসেবে এবিটডা ছিল ১,৫৩,৯২০ টাকা।
(৯/৯) আর নিট মুনাফা ছিল ৭৩,৬৭০ কোটি টাকা। রিলায়েন্স (Reliance) সংস্থার আরও একটি ভালো ব্যাপার হলো এই সংস্থা এক বছরে ২.৬ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়
এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন
দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)