Realme C51: ৯০০০ টাকারও কমে রিয়েলমি ভারতে লঞ্চ করল নতুন ফোন, এইসব ফিচার পাবেন ফোনটিতে
(১/১০) সম্প্রতি ভারতের নতুন একটি ফোন লঞ্চ হয়েছে। রিয়েলমি ‘সি’ সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫১ (Realme C51)। নতুন লঞ্চ হওয়া এই ফোনটি একটি বাজেট ফোন (Budget Smartphone)। আপনি যদি নতুন স্মার্ট ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
(২/১০) Realme C51 ফোনটি কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন– এই দুই রঙে ভারতে ফোন লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Realme C51 Price in India, Specifications
(৩/১০) এতে রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। এর মাধ্যমে ফোনের ব্যাটারি স্ট্যাটাস, ইন্টারনেট স্ট্যাটাস(কতটা ইন্টারনেট খরচ হয়েছে, কতটা বাকি রয়েছে) এই তথ্যগুলি দেখা যাবে। ভারতে রিয়েলমি সি৫১ ফোনের দাম রিয়েলমি ‘সি’ সিরিজের নতুন এই ফোন রিয়েলমি সি৫১ (Realme C51) একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র্যাম এবং ৬৪ স্টোরেজ রয়েছে। ফোনটির দাম হলো ৮৯৯৯ টাকা।
(৪/১০) এই ফোনটি আপনি কিনতে পারবেন রিয়েলমির অফিশিয়াল সাইট এবং ফ্লিপকার্ট থেকে। রিয়েলমি সি৫১ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন এই ফোনের ডিসপ্লে হল ৬.৭৪ ইঞ্চির এইচডি রেজোলিউশনের ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
(৫/১০) এর সঙ্গে Android 13 out-of-the-box সাপোর্ট রয়েছে। সঙ্গে রয়েছে ডুয়াল সিম। রিয়েলমি সি৫১ ফোনে একটি octa-core Unisoc T612 প্রসেসর রয়েছে। এর সঙ্গে সঙ্গে আরও রয়েছে র্যাম এক্সটেনশন প্রযুক্তি, যেটি ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ আরও ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
(৬/১০) এই ফোন রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাটির সঙ্গে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। আবার ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
(৭/১০) ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়ার নতুন ৫জি ফোন। যারা nokia ফোন ব্যবহার করতে আগ্রহী রয়েছেন তাদের জন্য ভালো খবর। nokia সংস্থা ভারতে নতুন ৫জি স্মার্টফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে। তবে এই ফোনের বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।
(৮/১০) তবে একটি ঘটনার মাধ্যমে সবাই আশাবাদী যে ভারতের nokia 5g ফোন লঞ্চ হতে চলেছে। ঘটনাটি হল নোকিয়া কর্তৃপক্ষ গত ২ সেপ্টেম্বর ‘এক্স’ মাধ্যমে একটি টিজার ভিডিও শেয়ার করেছিল। এই ভিডিওতে বলা হয়েছে যে ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করবে নোকিয়া সংস্থা। এর ডিভাইস মাঝামাঝি রেঞ্জের মধ্যে থাকবে।
(৯/১০) ‘এক্স’ মাধ্যমে শেয়ার হাওয়া এই টিজার ভিডিওতে ৬ সেপ্টেম্বর তারিখের উল্লেখ রয়েছে। সকলে অনুমান করছে যে এই তারিখেই হয়তো নোকেয়ার সংস্থার নতুন ফোন লঞ্চ করতে চলেছে। তবে এই সম্পর্কে এখনো পর্যন্ত নোকিয়া কর্তৃপক্ষ কোন কিছুই নিশ্চিতভাবে জানাইনি।
(১০/১০) ‘এক্স’ মাধ্যমে শেয়ার হওয়া টিজার ভিডিওতে নোকিয়া সংস্থা যেহেতু ৬ সেপ্টেম্বর তারিখের উল্লেখ করেছে। আর সেই অনুযায়ী সকলে মনে করছে যে ওই তারিখেই হয়তো নতুন ফোন আসতে চলেছে আর নতুন ফোন আসলে নোকিয়া সংস্থার আয়ের পরিমাণ যে বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে nokia কর্তৃপক্ষ এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করেনি।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
বদলে যাচ্ছে WhatsApp-এর চেহারা! কী কী পরিবর্তন আসছে? জেনে নিন এখনই
Honda Elevate: হন্ডার প্রথম SUV এল ভারতে, জেনে নিন এই গাড়ির দাম, ফিচার
Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, নতুন কী কী নিয়ম চালু হচ্ছে?
2023 Hero Karizma ZMR: দেখে বিদেশি বাইক মনে হবে, এই মডেল আনল HERO, দেখে নিন ছবি
চলতি মাসে ১৫ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে? দেখে নিন (Smartphones Under 15000 in Bengali)