Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমকপ্রদ ফিচার নিয়ে হাজির
Nokia 6600 5G Launch Date in India, Price, Specifications
Nokia 6600 5G: এই বছরের শুরুতে অর্থাৎ ২০২৩-এ নোকিয়া স্মার্ট ফোনের দশটি মডেল লঞ্চ করলো। প্রথমদিকে নোকিয়া খুব ভালো স্মার্টফোন লঞ্চ করলেও পরে নোকিয়া স্মার্টফোন লঞ্চের দিকে অনেকটা পিছিয়ে পরে। কিন্তু এই বছর দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করে বিশ্বের লড়াইয়ের প্রায় কয়েক ধাপ পর্যন্ত এগিয়ে গেল নোকিয়া। একবারে দুর্দান্ত ফিচারস নিয়ে বিশ্বের বাজারে হাজির হয়েছে নোকিয়া।
নোকিয়ার স্মার্টফোন তৈরির কোম্পানি প্রথমে মাইক্রোসফট-এর ওপর নির্ভর করে ফোন বাজারে চালু করেছিল, এবার মাইক্রোসফটের মোহ কাটিয়ে অ্যান্ড্রয়েড জগতে নতুন করে পথ চলা ভাল ভাবে শুরু করছে Nokia। এবার Nokia আকর্ষণীয় একটি 5G-এর মোবাইল লঞ্চ করেছে। দেখে নেওয়া যাক Nokia 6600 5G-এর ফিচারসগুলি-
Nokia 6600 5G Price, Launch Date, Specifications in India
এই বছরে নোকিয়া অনেকগুলি স্মার্ট ফোন লঞ্চ করলেও, তার মধ্যে সবথেকে দুর্দান্ত পছন্দের তালিকায় আছে Nokia 6600 5G এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনের বৈশিষ্ট্য গুলি হল-
1) কর্নিং গরিলা গ্লাস 7 প্রটেকশনের সঙ্গে রয়েছে এই ফোনটি।
2) 6.5″ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল টাচ স্কিন ডিসপ্লে।
3) এই স্মার্টফোনে 7000mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে।
4) এই স্মার্টফোনটিতে (Nokia 6600 5G)প্রসেসর খুবই ভালো রয়েছে। এখানে প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর।
5) এছাড়া Android 13-এর সংস্করণে এই স্মার্ট ফোনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া।
6) এই স্মার্টফোনটিতে (Nokia 6600 5G) দুই রকম ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে, প্রথমটি হল 6GB Ram+128GB Storage ও দ্বিতীয়টি হল 8GB Ram+256GB Storage দেখা যাবে।
7) এই স্মার্টফোনটিতে 64MP মেন ক্যামেরার সাথে 20MP ওয়াইড সেন্সর সেটআপ ও 24MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটিতে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামাযুক্ত।
8) এই স্মার্টফোনটির ওজন প্রায় 185 গ্রাম (6.53 oz)
9) এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে, গ্লাস ফ্রন্ট (গরিলা গ্লাস ভিকটাস), অ্যালুমিনিয়াম ফ্রেম প্লাস্টিকের পিছনে।
10) এই স্মার্টফোনটির সিমকার্ড, ন্যানো-সিম এবং ইসিম বা ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)।
11) এই স্মার্টফোনটি (Nokia 6600 5G) বিভিন্ন রং এর রয়েছে সাদা, লাল, কালো।
12) ব্লুটুথ কানেকশন 5.1, A2DP, LE, apt-X HD।
13) WLAN- Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, ডুয়াল-ব্যান্ড, Wi-Fi ডাইরেক্ট।
14) জিপিএস রয়েছে- জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস।
15) ইউএসবি- টাইপ-সি 2.0, ওটিজি। এই স্মার্টফোনটিতে ইনফ্রারেড পোর্ট রয়েছে।
এই স্মার্টফোনটির (Nokia 6600 5G) ১৫০০০ টাকা (Nokia 6600 5G Price) প্রাম্ভিক মূল্য হতে পারে, তবে এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে কবে লঞ্চ হবে সেটির বিষয়ে Nokia স্পষ্ট কোনো ধারণা দেয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই মোবাইলটি এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন:
👉 এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর
👉 iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি
👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন
👉 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G
👉 ৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ