Facebook Tips: আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখনই করে নিন এই কাজ, নইলে বিপদে পড়বেন!
(১/৭) অনলাইনে জালিয়াতির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp), ফেসবুক (Facebook), ইন্সটাগ্রাম (Instagram) এবং টেলিগ্রাম (Telegram), সব জায়গাতেই স্ক্যামাররা নিজেদের জালিয়াতির কাজ বজায় রেখেছে। জালিয়াতকারীরা আপনার সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে এগুলি করে যাচ্ছে।
(২/৭) সম্প্রতি, ভারতের জামনগর সাইবার ক্রাইম পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার মত দুটি অপরাধ করেছিল। এই সমস্ত হ্যাকারদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, তারা এমন সব একাউন্ট হ্যাক করতে পারে যাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড শক্তিশালী নয়।
(৩/৭) তারপরে সেই সমস্ত একাউন্ট গুলির মাধ্যমে তাদের বন্ধু তালিকার লোকেদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে অর্থ চায়। জালিয়াতকারীদের থেকে এ বিষয়টি জানার পরে পুলিশ ফেসবুক ব্যবহারকারীদের একাউন্টের শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য আবেদন করেছে।
(৪/৭) নিজের অ্যাকাউন্ট সেভ করার জন্য এমন পাসওয়ার্ড তৈরি করুন যাতে জালিয়াতকারীরা সহজে আপনার অ্যাকাউন্ট হ্যাক না করতে পারে। যেমন একটি শক্তিশালী পাসওয়ার্ড হলো – 2791@pasu14shaw। আপনার পাসওয়ার্ডটিদের সংখ্যা থেকে শুরু করে অক্ষরকে বিভিন্ন অর্থে ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।
(৫/৭) India Today-র রিপোর্ট অনুসারে, স্ক্যামাররা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সাধারণত ৪৫ বছরের বেশি বয়সী লোকেদের টার্গেট করে থাকে। কারণ এই বয়সে লোকেরা তাদের পাসওয়ার্ড তৈরির বিষয়ে মনোযোগ দেয় না এবং সাধারণত খুব সহজ সংখ্যা দিয়ে নিজেদের পাসওয়ার্ড তৈরি করে। আর হ্যাকাররা এই পাসওয়ার্ড ক্রাক করে তাদের একাউন্ট রিসেট করে।
(৬/৭) অ্যাকাউন্টগুলি রিসেট করার সময়, ফেসবুক বন্ধুদের পাসওয়ার্ড পাঠায়। আর সেটা থেকে একবার ওটিপি পেয়ে গেলেই, হ্যাকাররা অ্যাকাউন্টটি দখল করে নেয়। তারপরে সবাইকে মেসেজ করে তাদের থেকে টাকা চাই।
(৭/৭) সোশ্যাল মিডিয়া জালিয়াতি থেকে বাঁচতে আপনার সমস্ত অ্যাকাউন্টগুলিতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং কোন অজানাও মেসেজ, কল, লিঙ্ক ইত্যাদির প্রতিউত্তর করবেন না। যদি এমন কোন লক্ষণ আপনার সামনে আসে তাহলে আপনার একাউন্টের পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
সবচেয়ে পাতলা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল Honor, ফোন ফোল্ড করতে পারবেন 400,000 বার | Honor Magic V2 Specifications
X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর
WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও
Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?
নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন