নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন
দেশে 5g নেটওয়ার্ক প্রথম লঞ্চ করে রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা। গত বছর অক্টোবর মাসে প্রথম এটি লঞ্চ করা হয়েছিল। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন জায়গায় ক্রমে 5g Network করেছে এই টেলিকম সংস্থা। তবে এখানে শেষ নয়।
সম্প্রতি রিলায়েন্স জিও সংস্থার ৪৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সেখানে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) Jio 5G-এর জন্য একটি বড় ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জিও সংস্থা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন 5G প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান লঞ্চ করতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর পূর্বে Relaince Jio ঘোষণা করেছিল যে, তারা ২০২৩-এর ডিসেম্বর মাসের শেষ নাগাদ সমগ্র ভারতে 5G পরিষেবা পৌঁছে দেবে। আর সেই আশ্বাস বাণী এখন বাস্তবায়নের পথে। ব্যবহারকারীরা খুব শীঘ্রই একাধিক 5G প্ল্যান উপভোগ করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্ল্যানের দাম কিছুটা বাড়তে পারে।
তবে জিওর নতুন প্ল্যান গুলি আসার পূর্বে এর কয়েকটি পুরনো প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। ৫০০ টাকার কমে আনলিমিটেড 5g প্ল্যান গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-
Jio-র ২৫৯ টাকার প্ল্যান (249 Jio Recharge Plan)
জিও ব্যবহারকারীরা এ প্ল্যানটি গ্রহণ করলে পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড 5g ডেটা অফার। এর সঙ্গে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং প্রতিদিন ১০০ টি মেসেজ ও জিও অ্যাপ এক্সেস এর সুবিধা। এর বৈধতা হলো ৩০ দিন।
Jio-র ২৬৯ টাকার প্ল্যান (269 Jio Recharge Plan)
জিওর এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি পাবেন প্রতিদিন ১.৫ জিবি ৪জি ডেটা এবং 5g আনলিমিটেড ডেটা। এর সঙ্গে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস, জিও অ্যাপের অ্যাক্সেস এবং বিনামূল্যে জিও সাভান প্রো-এর সাবস্ক্রিপশন। এর বৈধতা তাহলে ২৮ দিন।
Jio-র ৩৪৯ টাকার প্ল্যান (349 Jio Recharge Plan)
জিওর এই প্ল্যানের বৈধতা হলো ২৮ দিন। এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ২.৫ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড 5g ডেটার অফার। এর সঙ্গে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস ও জিও অ্যাপ অ্যাক্সেস করার সুযোগ।
Jio-র ৩৯৯ টাকার প্ল্যান (399 Jio Recharge Plan)
৩৯৯ টাকার জিও রিচার্জ (Jio Recharge Plan) প্ল্যানটি গ্রহণ করলে আপনি পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি, ৩ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। এছাড়াও আপনি পাবেন ব্যবহারকারীদের দেওয়া হবে আনলিমিটেড 5g ডেটা এবং জিও অ্যাপ অ্যাক্সেস করার সুযোগ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?
চাঁদে পাওয়া গেল বিপুল খনিজের ভাণ্ডার, জল কী রয়েছে?
মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়
Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির
এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন
দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)