Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) চলতি বছরের ১৯ সেপ্টেম্বর Airtel-এর Xstream AirFiber– এর সঙ্গে সঙ্গে Jio-এর AirFiber লঞ্চ হতে চলেছে। এই দুটি পরিষেবাই হলো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম, যা একটি সাধারণ প্লাগ এবং প্লেস ডিভাইসের সাহায্যেই পুরো বাড়িতে 5G ইন্টারনেট পরিষেবা দেবে। এর জন্য রাউটার এবং ফাইবার ক্যাবলের প্রয়োজন নেই।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৬) শুধুমাত্র একটি ডিভাইস ইন্সটল করলেই আপনি ইন্টারনেটের স্পিড পাবেন। চলুন জেনে নেওয়া যাক কে কত বেশি সুবিধা দিচ্ছে, আর তাদের দামই বা কেমন? Jio AirFiber আর Airtel Xstream AirFiber-এর মধ্যে কার খরচ কম?

(৩/৬) সম্প্রতি Airtel এক মাসের জন্য একটি সিঙ্গেল প্ল্যান চালু করেছে। এয়ারটেলের এই প্ল্যানের অধীনে, Xstream AirFiber কানেকশনের জন্য খরচ হবে ৭৭৩৩ টাকা। এর মধ্যে AirFiber রাউটারের জন্য ২৫০০ টাকা রিফান্ডবল সিকিওরিটি ডিপোজ়িট (refundable security deposit) রয়েছে।

(৪/৬) গ্রাহকদের সুবিধার জন্য এই সংস্থা ওয়েবসাইট আপডেট করেছে, যাতে তারা কোনরকম সমস্যার মধ্যে না পড়ে। আবার জিও টেলিকম সংস্থা তার Jio AirFiber পরিষেবার ঘোষণা করবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। অনেকে মন্তব্য করেছেন যে এই পরিষেবার খরচ Xstream AirFiber পরিষেবার তুলনায় ২০ শতাংশ কম হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) ইটি টেলিকমের রিপোর্ট অনুসারে জানা গেছে যে এর দাম হবে প্রায় ৬ হাজার টাকাJioAirtel এই দুই টেলিকম সংস্থাই তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য Wi-Fi 6 রাউটার দেওয়ার প্ল্যান করছে। এই দুই টেলিকম সংস্থা প্রদত্ত Jio AirFiber এবং Airtel Xstream AirFiber সিম কার্ডের মাধ্যমে 5G কানেক্ট করে নিতে পারবেন।

Airtel Airfiber vs Jio Airfiber Which one will get more speed for less money

(৬/৬) তবে এর কভারেজ পাওয়া যাবে এলাকা হিসেবে। আপনার এলাকায় যদি 5G -এর কানেকশন থাকে তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে এর জন্য Airtel শুধুমাত্র একটি প্ল্যান চালু করেছে, যাতে 100Mbps গতি পাওয়া যায়। অন্যদিকে Jio-র দাবি হলো, 5G স্পিড 1Gbps

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আরও পড়ুন:

WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও

নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন

চাঁদে পাওয়া গেল বিপুল খনিজের ভাণ্ডার, জল কী রয়েছে?

মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়

Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *