চাঁদে পাওয়া গেল বিপুল খনিজের ভাণ্ডার, জল কী রয়েছে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now


(১/৮) চাঁদে পৌঁছে ইতিমধ্যেই নিজের কাজ শুরু করে দিয়েছে প্রজ্ঞান রোভার। চাঁদের বিভিন্ন প্রকার ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে প্রজ্ঞান। চাঁদে বিপুল পরিমাণ সালফারের খোঁজ পাওয়া গেছে। তবে সালফার ছাড়া আরও একাধিক খনিজের হদিশ পেয়েছে ইসরোর চন্দ্রযান (Chandrayaan-3)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) এর সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে অক্সাইডেরও খোঁজ মিলেছে। তবে চাঁদে জল রয়েছে কিনা সেটা জানতে খোঁজ শুরু করেছে ইসরোর চন্দ্রযান। চাঁদে জলের হদিস পাওয়া গেলে সেটা মহামূল্যবান রত্ন পাওয়ার সমান হবে।

(৩/৮) চন্দ্রযান ৩– এর সূত্রে খবর মিলেছে যে, চাঁদের সালফারের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া গিয়েছে, যেমন অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকনের অস্তিত্ব পাওয়া গিয়েছে চন্দ্রপৃষ্ঠে।

(৪/৮) চাঁদে এই খনিজের খোঁজ পাঠিয়েছে প্রজ্ঞানের পেলোড Laser-Induced Breakdown Spectroscope বা LIBS। চাঁদের পাথর বা মাটিতে লেজার পালস ব্যবহার করে খনিজের চরিত্র বোঝার চেষ্টা করে এই যন্ত্র। আর এভাবেই খনিজ গুলির হদিস পাওয়া গিয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) উপরেউক্ত খনিজ দ্রব্য গুলির সঙ্গে সঙ্গে ৭টি মৌলের খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে অক্সাইডের। তবে চাঁদে হাইড্রোজেন রয়েছে কিনা এখন সেটারই খোঁজ চলছে।

(৬/৮) বিজ্ঞানীরা আশা করেছেন যে চাঁদে হাইড্রোজেনের খোঁজ মিললে জলের হদিস মিলতে পারে। চাঁদে সবরকম খোল তল্লাশির জন্য জোর কদমে নিজের কাজ চালাচ্ছে চন্দ্রযানের সব পেলোড। এখন চাঁদে জল পাওয়া যায় কিনা, সেদিকে তাকিয়ে ইসরোর বিজ্ঞানীরা।

(৭/৮) প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) সফলভাবে অবতরণ করেছে। ওই দিনটিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করা হয়েছে।

Chandrayaan 3 A huge mineral deposit was found on the moon

(৮/৮) চাঁদে অবতরণ করার সঙ্গে সঙ্গে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)এর অংশ প্রজ্ঞান রোভার চন্দ্রপৃষ্ঠে ঘুরে-ঘুরে সেখানকার মাটি, প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে শুরু করেছে। চন্দ্রযান-৩– এর পাঠানো একের পর এক তথ্য ও বিজ্ঞান মহলে সাড়া ফেলতে শুরু করেছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আরও পড়ুন:

নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন

মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়

Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন

দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন