শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F55 5G, জেনে নিন এর স্পেসিফিকেশন
Samsung Galaxy F55 5G: Samsung সংস্থা আবারও বাজারে আনতে চলেছে ‘গ্যালাক্সি এফ’ সিরিজের স্মার্টফোন। ভারত সহ বিশ্ববাজারে আসতে চলেছে Samsung Galaxy F55 5G ফোন। ভারতসহ বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে এই স্মার্টফোনটি। Samsung Galaxy F54 5G মডেলটির আপগ্রেডড মডেল হতে চলেছে এই ফোনটি। জেনে নিন Samsung Galaxy F55 5G মডেলটির সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy F55 5G ফোনের লাইভ সাপোর্ট পেজ:
Samsung Galaxy F55 5G মডেলের ফোনটি দেখা গেছে ভারত সহ বাংলাদেশের আফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্টেড পেজে। সেখানে এই ফোনটি SM-E556B/DS মডেল নাম্বার সহ প্রকাশ পেয়েছে। তবে এখনও ফোনটির ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, তাড়াতাড়ি ভারত ও বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করতে চলছে ফোনটি।
Samsung Galaxy F55 5G ফোনের লিস্টিং:
এর পূর্বে BIS এবং ব্লুটুথ SIG ওয়েবসাইটেও SM-E556B মডেল নাম্বার সহ প্রকাশ পায় Galaxy F55 5G ফোনটি। তবে সেখানেও ফিচারস বা স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ব্র্যান্ডের পক্ষ থেকে ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
Samsung Galaxy F54 5G ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Samsung Galaxy F54 5G ফোনে উপলব্ধ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। ফোনটি পাঞ্চ হোল স্টাইলের হতে চলেছে।
আরও পড়ুন👉: স্মার্টফোন শেষ হয়ে যাবে ২০৩০ সালের মধ্যে! ভবিষ্যদ্বাণী বিল গেটসের
প্রসেসর (Processor):
Samsung Galaxy F54 5G ফোনটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাঙের নিজস্ব ৫ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস ১৩৮০ অক্টাকোর প্রসেসর।
স্টোরেজ (Storage):
উক্ত ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা (Camera):
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর, অন্য একটি ৮ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা এবং আরেকটি ২ এমপি মাইক্রো সেন্সর ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন👉: Earbuds: ১০০০ টাকার মধ্যেই ৩ টি দুর্দান্ত ইয়ারবাডস কিনতে পারবেন! কী ভাবে পাবেন এই সুযোগ?
ব্যাটারি (Battery):
ফোনটিতে রয়েছে ৬০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)
আরও পড়ুন👉: Samsung Galaxy Book 4: ভারতে আত্মপ্রকাশ গ্যালাক্সি বুক ৪-এর, এর দাম সহ স্পেকইফিকেশন জেনে নিন