বদলে যাচ্ছে WhatsApp-এর চেহারা! কী কী পরিবর্তন আসছে? জেনে নিন এখনই
(১/৬) হোয়াটসঅ্যাপের (WhatsApp) চেহারা এবার সম্পূর্ণ বদলে যেতে চলেছে। ইউজারদের সুবিধার জন্য এই অ্যাপে কয়েকটি নতুন ফিচার যোগ করা হচ্ছে। ইউজারদের নিত্যনতুন সুবিধা ও পরিষেবা প্রদান করার জন্য প্রতিনিয়ত নিজেকে আপডেট করে তার জনপ্রিয়তা সমানভাবে বজায় রেখেছে মেটার (Meta) অন্তর্গত এই মেসেজিং অ্যাপ।
(২/৬) অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপকে (WhatsApp) যেভাবে দেখতে পাচ্ছেন শীঘ্রই তা সম্পূর্ণ বদলে যেতে চলেছে বলে খবর পাওয়া গেছে। নতুন ফিচারে ডিজাইনের উপরের বারটির রং বদলে সাদা হয়ে যাবে। বাকি অংশটি সবুজ রঙের দেখা যাবে।
(৩/৬) সূত্রের খবর অনুযায়ী জানা গেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন ফিচারটি নাকি সম্প্রতি অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৩.১৮.১৮-এ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে গুগল প্লে বিটা প্রোগ্রামে (Google Play Beta Programe)। তবে সকলের জন্য এটি কবে আসবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।
(৪/৬) হোয়াটসঅ্যাপের (WhatsApp) নতুন ডিজাইনের একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। ফেস ক্রিনশটে দেখা যাচ্ছে যে উপরের বারটির রং সাদা আর নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে।
(৫/৬) গুগলের (Google) নয়া মেটেরিয়াল ডিজাইনের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে বলে সকলে মনে করছে। এই ফিচারটি সকলের ফোনে আসার আগে এতে আরো কিছু বদল হতে পারে বলে শোনা গেছে।
(৬/৬) প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপ AI স্টিকার বানানোর ফিচারটি এনেছে, অর্থাৎ এর মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দমতো AI স্টিকার বানিয়ে নিতে পারবেন। তবে শুধু তাই নয় এই প্লাটফর্ম থেকে এইচডি (HD) কোয়ালিটির ছবি ও ভিডিও-ও পাঠানো যাবে। সঙ্গে মেসেজিং অ্যাপের লুকও বদলে যেতে চলেছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
এবার UPI লেনদেনে নতুন সুবিধা, এই বড় ঘোষণা করলো RBI
Realme C51: ৯০০০ টাকারও কমে রিয়েলমি ভারতে লঞ্চ করল নতুন ফোন, এইসব ফিচার পাবেন ফোনটিতে
Honda Elevate: হন্ডার প্রথম SUV এল ভারতে, জেনে নিন এই গাড়ির দাম, ফিচার
Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, নতুন কী কী নিয়ম চালু হচ্ছে?
2023 Hero Karizma ZMR: দেখে বিদেশি বাইক মনে হবে, এই মডেল আনল HERO, দেখে নিন ছব