Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য
(১/৮) আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে ফোনের পাসওয়ার্ড (Mobile Password) সেট করে ভুলে যাই, সেটা আর মনে করতে পারি না। এরকম ঝামেলায় অনেকেই পড়ে থাকে। অনেকে আর কোন পথ খুঁজে না পেয়ে ফোন রিসেট করে থাকে। কিন্তু এতে ফোনের সমস্ত ডেটা চলে যায়। ফোন নম্বর থেকে শুরু করে ফটো ও অন্যান্য সমস্ত কিছু ফোন থেকে মুছে যায়।
(২/৮) আজকে আমরা আপনাকে এমন একটি উপায় সম্পর্কে জানাবো যেটি অবলম্বন করলে আপনাকে ফোন রিসেট করতে হবে না। অন্য পদ্ধতিতে আপনি ফোনটিকে খুলতে পারবেন। প্যাটার্ন হোক বা পাসওয়ার্ড যে কোন ক্ষেত্রেই ফোন লক হয়ে গিয়ে যদি আর খুলতে না পারেন তবে সে ক্ষেত্রে কি করণীয় আজকে আমরা এই প্রতিবেদনে সেই বিষয়েই জানাবো। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক-
(৩/৮) ফোনের পাসওয়ার্ড আনলক করার ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো google একাউন্ট -এর ব্যবহার। আমাদের এন্ড্রয়েড ফোনের সঙ্গে যদি গুগল একাউন্টের লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারব। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্টের লিংক রয়েছে কিনা এটা কিভাবে বুঝবো।
(৪/৮) ফোনের লক পাঁচবার ভুল প্রেস করার পর যদি নিচে Forgot Your Password অপশন লেখা আসে তাহলে বুঝবেন আপনার ফোনটি গুগল একাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। পাঁচবার ভুল পাসওয়ার্ড প্রেস করার পরে আপনি Forgot Your Password অপশনে গিয়ে আপনার ইমেইল আইডির সাহায্যে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
(৫/৮) এরপরে ফোনের নতুন পাসওয়ার্ড দিলে ফোন আনলক হয়ে যাবে। কিন্তু যদি গুগল এর সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে এমন অপশন আসবে না তাহলে সে ক্ষেত্রে কি করনীয়? আপনার অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যদি গুগল একাউন্টের লিঙ্ক না করা থাকে তাহলে সে ক্ষেত্রেও আরও একটি উপায় রয়েছে।
(৬/৮) এক্ষেত্রে আপনি Google Find My Device-এর সাহায্য নিতে পারেন। তবে শুধু পাসওয়ার্ড -এর ক্ষেত্রেই না, এর সঙ্গে সঙ্গে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতেও এই অ্যাপটি ব্যবহার করা হয়। এই অ্যাপের সাহায্যে আপনার ফোন যদি সাইলেন্ট থাকে তবুও রিং অপশন করে নিতে পারবেন।
(৭/৮) শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে ফোনের ডাটাও মুছে ফেলতে ও আপনার ফোন লকও করতে পারবেন। এজন্য আপনার ফোনের একই ইমেইল আইডি দিয়ে ফাইন্ড মাই ডিভাইস-এ লগইন করতে হবে।
(৮/৮) আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই অ্যাপের সাহায্যে বা ওয়েবসাইটের সাহায্যে আপনার ইমেইল আইডি দিয়ে লগইন করতে পারেন। এর পরে আপনার ডিভাইসটি সিলেক্ট করার পর লক ডিভাইসে ক্লিক করতে হবে। সেখানে থাকা লক অপশনে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এই পাসওয়ার্ড -এর সাহায্যে আপনি আপনার ফোনটি আনলক করতে পারবেন।
আরও পড়ুন:
👉 Jio Recharge Plan: মাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা
👉 দিন ফুরতে না ফুরতেই শেষ হয়ে যাচ্ছে দৈনিক ডেটা? ফোনের এই সেটিং এখনই বদলে ফেলুন
👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে
👉 Telegram-এর এই ভার্সন ভুলেও ডাউনলোড করবেন না, চুরি কোটি কোটি লোকের তথ্য!
👉 Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা