iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?
(১/১১) বর্তমানে অধিকাংশ মানুষই আইফোন ব্যবহার করে থাকেন। iPhone 14 লঞ্চ হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে এর দিন শেষ। সম্প্রতি অ্যাপল (Apple) নতুন iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। প্রতিবছর ‘Pro’ আইফোনগুলির দাম বেড়ে যায়, আর এই কারণেই আইফোন কেনা যথেষ্ট ব্যয়বহুল।
(২/১১) আর এই বছর যেহেতু আইফোনের নতুন এই সিরিজটি লঞ্চ হয়েছে তাই এর সঙ্গে সঙ্গে সমস্ত আইফোন গুলোর দাম বেড়ে গেছে। তবে যদিও কোম্পানির তরফ থেকে তেমন কিছু জানানো হয়নি। iPhone 15 Pro মডেলগুলিতে টাইটানিয়ামের ফিনিশিং ব্যবহার করা থাকে যে কারণে এগুলোর দাম অতিরিক্ত হয়।
(৩/১১) কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যয়বহুল উপাদানের ব্যবহারের ফলে এগুলি ফোনের রঙের উপর সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে। ফোনের রং কিছুটা পরিবর্তন হতে পারে।
(৪/১১) iPhone সংস্থা নতুন যে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max লঞ্চ করেছে তার মূল্য ঘোষণা করেছে। iPhone 15 Pro -এর প্রারম্ভিক মূল্য হল ১,৩৪,৯০০ টাকা এবং iPhone 15 Pro Max – এর প্রারম্ভিক মূল্য ১,৫৯,৯০০ টাকা। আবার অন্যদিকে iPhone 15 -এর প্রারম্ভিক মূল্য ৭৯,৯০০ টাকা এবং iPhone Plus-এর মূল্য ৮৯,৯০০ টাকা।
কোম্পানির সতর্কবার্তা
(৫/১১) iphone ব্যবহারকারীর উদ্দেশ্যে কোম্পানি একটি সতর্কবার্তা জানিয়েছে সেটি হল iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max -এর রঙ অস্থায়ীভাবে বদলাতে পারে। কারণ কোম্পানি এই বছর থেকে আইফোন প্রো মডেলের থেকে স্টেনলেস ফ্রেমটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে তারা টাইটানিয়াম দিয়ে সেটি রিপ্লেস করেছে।
(৬/১১) নতুন লঞ্চ হওয়া আইফোনের এই দুটি মডেল বর্তমানে আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন অংশে বিক্রির জন্য উপলব্ধ। আইফোনের প্রো মডেল গুলোর চাহিদা অন্য ফোনের তুলনায় অনেকটাই বেশি। কোম্পানির তৈরি করা টাইটানিয়াম ফিনিসের লুকটি ফোনটিকে আকর্ষণীয় লুক দিয়েছে।
(৭/১১) নতুন লঞ্চ হওয়া আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি চারটি রং এ পাওয়া যাবে সেগুলি হল- ন্যাচারাল টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম, ব্ল্যাক টাইটানিয়াম, এবং ব্লু টাইটানিয়াম।
(৮/১১) নতুন লঞ্চ হওয়া এই দুটি ফোনে অ্যাপেল অনেক কিছু পরিবর্তন এনেছে। ম্যাক রিউমার্স-এর একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, কোম্পানি তাদের মডেল গুলি পরিষ্কার রাখার জন্য একটি সাপোর্ট পে আপডেট তৈরি করেছে। কোম্পানি এই ব্যাপারে জানিয়েছে যে, মানুষের ত্বকে স্বাভাবিক যে তেল রয়েছে সেগুলির দ্বারা iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর বাইরের ব্যান্ডের রঙ সাময়িকভাবে পরিবর্তন হতে পারে। তবে এটি একেবারে স্থায়ী নয়।
(৯/১১) প্রতিকার স্বরূপ কোম্পানি জানিয়েছে যে, সামান্য ভেজা নরম কাপড় দিয়ে আইফোন মুছলে এর পুরনো লুকটি আবার ফিরে আসবে। তবে আইফোনের নন প্রো মডেল যেগুলি রয়েছে অর্থাৎ iPhone 15 বা iPhone 15 Plus-এর জন্য কোম্পানির তরফ থেকে তেমন কোন পরামর্শ জারি করা হয়নি।
(১০/১১) আর সেই কারণেই মনে করা হচ্ছে যে টাইটানিয়াম ফিনিশিং আইফোন ১৫ প্রো মডেলের রংকে প্রভাবিত করছে। তবে ইউজাররা যদি ফোনের কভার ব্যবহার করে থাকে তাহলে তার জন্য ফোনের রংয়ের কোন পরিবর্তন হবে না।
(১১/১১) তবে যেহেতু আইফোনে আঙ্গুলের ছাপ-প্রতিরোধী ওলিওফোবিক বা তেল প্রতিরোধক আবরণ রয়েছে তাই ফোন পরিষ্কার করতে বা এর রং পূর্বের অবস্থায় ফিরে আনতে শুধুমাত্র হালকা ভিজে কাপড় দিয়ে এটি পরিষ্কার করতে হবে। এরপর রাতে অন্য কোন উপাদান যেগুলি ঘর্ষণ সৃষ্টি করে সেগুলি ব্যবহার করলে আবরণটি ক্ষয় হয়ে যেতে পারে বলে কোম্পানির সতর্ক করছে।
আরও পড়ুন:
👉 ‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র
👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর
👉 Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার
👉 WhatsApp চ্যানেল কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি
👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন