Old Mobile Tips: পুরনো মোবাইল আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! মাসিক আয় বাড়বে ২-৩ গুণ
(১/৫) আপনার বাড়িতে যদি কোন পুরনো ফোন পড়ে থাকে এবং সেটি যদি আপনার কোন কাজে না লাগে তাহলে সেটি ফেলে দেবেন না। আজ আমরা সেই পুরনো ফোন থেকে টাকা আয় করার দারুন একটি পদ্ধতি বলে দেব। তবে আপনি ভুলেও সেই ফোনটিকে বিক্রি করার কথা ভাববেন না। এই ফোন থেকেই আপনি অনেক টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
(২/৫) আপনার পুরনো ফোনটির সাহায্যে বাড়িতে বসে কয়েক ঘন্টা কাজ করলেই টাকা আয় করতে পারবেন। তবে এই কাজগুলি করার জন্য একটি স্মার্টফোন (Smart Phone) ও তার সঙ্গে ভালো ইন্টারনেট কানেকশনের (Internet Connection) প্রয়োজন হবে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
অনলাইন সার্ভে (Online Survey)
(৩/৫) এখন অধিকাংশ মানুষই অনলাইন সার্ভের (Online Survey) কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই কাজ করে মোটা অংকের টাকা আয় করা যায়। অনলাইনে কিছু সার্ভের ওয়েবসাইট রয়েছে সেখানে সার্ভিস সম্পন্ন করলে আপনি প্রতি মাসে অনেক টাকা পাবেন। তবে এক্ষেত্রে যেকোনো ওয়েবসাইটে কাজ করার আগে সেই ওয়েবসাইট ভালো করে দেখে নেওয়া দরকার।
অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
(৪/৫) অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)-এর মাধ্যেমে আপনি বাড়িতে বসে টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হল আপনার একটি অনলাইন অ্যাফিলিয়েট প্রোফাইল তৈরি করতে হবে। একটি ই-কমার্স ওয়েবসাইটে এটি তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে কোম্পানির জিনিসপত্রের লিংক গুলি শেয়ার করতে হবে। এরপর কাস্টমাররা সেই জিনিসগুলি দেখে কেনাকাটা করলে আপনি সেই থেকে আয় করতে পারবেন।
অনলাইন অ্যাপ টেস্টিং (Online App Testing)
(৫/৫) অনলাইনে অ্যাপ টেস্টিং করে আপনি অনেক টাকা পর্যন্ত আয় করতে পারবেন। প্রায়শই নতুন নতুন অ্যাপ বাজারে লঞ্চ হয়ে থাকে। আর এই অ্যাপগুলিতে কোন সমস্যা রয়েছে কি না তা প্রথম কয়েক মাসে পরীক্ষা করার জন্য কয়েকজন নিয়োগ করা হয়। আপনি যদি এই কাজে নিযুক্ত হন তাহলে এর থেকে প্রতিদিন ৫০০-১০০০ টাকা উপার্জন করতে পারবেন। অনলাইনে ওয়েবসাইট টেস্টের কাজ গুলি করা হয় কয়েকটি ওয়েবসাইটে। তবে কোন অ্যাপ টেস্টিং -এর কাজ করার আগে আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেটি ভালো করে যাচাই করে নিতে হবে।
আরও পড়ুন:
👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023)
👉 ‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র
👉 iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?
👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর