মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন
(১/৬) বর্তমান বাজারে যেসব টেলিকম সংস্থাগুলি বেশি প্রভাবশালী সেগুলির মধ্যে অন্যতম হলো Reliance Jio। মুকেশ আম্বানির এই সংস্থা বিগত ৭ বছরে ভারতের টেলিকম বাজারে ব্যাপক পরিবর্তন এনেছে। এখন দেশের অধিকাংশ মানুষই জিও সিম ব্যবহার করে থাকেন। গ্রাহকদের অধিক সুবিধা প্রদান করার জন্য জিও সংস্থা প্রায়শই নতুন নতুন অফার লঞ্চ করে থাকে।
(২/৬) আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের এমন একটি জিওর ‘ভ্যালু ফর মানি’ (Value for money) প্রিপেইড রিচার্জ প্ল্যানের ব্যাপারে জানাবো যেটা থেকে আপনি রিচার্জ করলে দশ টাকারও কম খরচে প্রতিদিন ২.৫ জিবি ডেটার সাথে কলিং, ১০০ এসএমএস সহ আরো অনেক সুবিধা পাবেন। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
জিওর দীর্ঘমেয়াদী রিচার্জ এ একাধিক পরিষেবা
(৩/৬) জিওর ২,৯৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে যেটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন ৩৬৫ দিনের বৈধতা। তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২.৫ জিবি, ১০০ এসএমএস ও একইসঙ্গে ২১ জিবি বোনাস ডেটার সুবিধা। ৩৬৫ দিনে আপনাকে মোট ৭৩০ জিবি ডেটা দেওয়া হবে।
(৪/৬) এই প্লানের অন্যান্য সুবিধা হিসেবে আপনি পাবেন JioTV, JioCinema, JioCloud-এর মতো প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও
(৫/৬) জিওর এই ২,৯৯৯ টাকার প্ল্যানটি যদি আপনি গ্রহণ করেন তাহলে এতে আপনার দৈনিক খরচ পড়ছে ৮.২২ টাকা। আপনার যদি প্রতিদিন দৈনিক অনেক ডেটার প্রয়োজন হয় তাহলে আপনি জিওর এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে দীর্ঘ মেয়াদী প্ল্যান গ্রহণ করার ফলে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন, এর সঙ্গে সঙ্গে ভালো বৈধতা ও অধিক পরিষেবা পাবেন।
Jio-র ২.৫ জিবি ডেটার স্বল্প মেয়াদি প্ল্যান
(৬/৬) ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়াও আপনি যদি প্রতিদিন ২.৫ জিবি ডাটা ব্যবহার করার জন্য ভালো কোন স্বল্পমেয়াদী অফার চান তাহলে ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন। আপনি এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং এর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ৩০ দিনের বৈধতা।
আরও পড়ুন:
👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার
👉 WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
👉 Jio-র WiFi একদম ফ্রি পুরো একমাসের জন্য, লাভ ওঠান Jio Fiber-এর এই বিশেষ অফারের
👉 SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!