POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে
ভারতে POCO কোম্পানি তাদের স্মার্টফোনে দিচ্ছে অবিশ্বাস্য ছাড়। তারা যেমন তাদের 4G স্মার্টফোনে ছাড় দিচ্ছে তেমনই ছাড় দিচ্ছে 5G ফোনেও। POCO সেল চলছে ২১ নভেম্বর থেকে। সেলটি চলবে ৩০ নভেম্বর অবধি। আপনি এই আকর্ষনীয় অফার পাবেন কেবলমাত্র POCO India অফিসিয়াল ওয়েবসাইটে। তবে পোকো কোম্পানি তের POCO X5, POCO M6 Pro, POCO C50-এর মতো একাধিক ফোনে। এই সকল ফোনের উপর আপনি পেয়ে যাবেন ৬০০০ টাকা অবধি ছাড়। কোন ফোনে পাবেন কত ছাড় জেনে নিন এই প্রতিবেদনে।
POCO C50:
POCO কোম্পানির ২জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম মাত্র ৬,৪৯৯ টাকা। এই ফোনটির উপর পেয়ে যাবেন ১,১০০ টাকার ডিসকাউন্ট। এই ছাড়ের পর ফোনটির দাম হচ্ছে ৫,৩৯৯ টাকা। এই ফোনের ৩জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভার্সনটির দাম ৭,২৯৯ টাকা। POCO ফোনের এই মডেলটির উপর ছাড়ের পর দাম হচ্ছে ৫,৭৯৯ টাকা।
POCO C51:
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত POCO কোম্পানির এই ফোনটির দাম ৮,৪৯৯ টাকা। POCO কোম্পানি তাদের এই মডেলের উপর ডিসকাউন্ট দিচ্ছে ২,২৫০ টাকা। এই ছাড়ের পর POCO কোম্পানির এই ফোনটির দাম হচ্ছে ৬,২৪৯ টাকা। POCO কোম্পানির এই একই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম ৮,৯৯৯ টাকা। POCO কোম্পানি এই ফোনটির উপর ছাড় দিচ্ছে ১৮০০ টাকার। এই ছাড়ের পর ফোনটির দাম হচ্ছে ৭,১৯৯ টাকা।
POCO C55:
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত POCO কোম্পানির এই ফোনটির দাম ৯,৪৯৯ টাকা। POCO কোম্পানি এই মডেলটির উপর ডিসকাউন্ট দিচ্ছে ২,৫০০ টাকা। এই ছাড়ের পর ফোনটি দাম হচ্ছে ৬,৯৯৯ টাকা। POCO কোম্পানির এই একই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম ১০,৯৯৯ টাকা। POCO কোম্পানি এই মডেলটির উপর ছাড় দিচ্ছে ৩০০০ টাকা। এই ছাড়ের পর এই মডেলটির দাম হচ্ছে ৭,৯৯৯ টাকা।
POCO M5:
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত POCO কোম্পানির এই মডেলটির দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনটির উপর POCO কোম্পানির পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৪,৫০০ টাকা। এই ছাড়ের পর ফোনটির দাম হচ্ছে ৭,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনটির উপরেরও POCO কোম্পানির ছাড় দিচ্ছে ৪৫০০ টাকার। এই ছাড়ের পর ফোনটির দাম হচ্ছে, ৯,৯৯৯ টাকা।
POCO কোম্পানির এই মডেলের আর একটি ভেরিয়েন্ট হল POCO M6 Pro। এই ফোনটির দুটি মডেল একটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এবং অন্যটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভার্সনদুটির উপর কোম্পানির পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৭৫০ টাকা। এই ছাড়ের পর POCO কোম্পানির এই দুটি ভার্সনের দাম হচ্ছে যথাক্রমে ১১,২৪৯ টাকা এবং ১২,২৪৯ টাকা।
POCO X5 5G:
৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম ২০,৯৯৯ টাকা। কিন্তু POCO কোম্পানির তরফ থেকে ফোনটির উপর ছাড় দেওয়া হচ্ছে ৬,০০০ টাকার। এই ছাড়ের পর ফোনটির দাম হচ্ছে ১৪,৯৯৯ টাকা।
POCO কোম্পানির একই ফোনের অন্য একটি ভ্যারিয়েন্ট POCO X5 Pro ফোনটিরও দিচ্ছে আকর্ষনীয় অফার। ৮ জিবি র্যাম ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটির দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনটির উপর POCO কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে ৫,৫০০ টাকার। তারপর ফোনটির দাম হচ্ছে ১৯,৪৯৯ টাকা।
POCO F5 5G, POCO M4 5G, POCO M4 Pro 5G, POCO M4 PRO এবং POCO X4 pro 5G ফোন গুলিতেও কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে প্রায় ৪,০০০ টাকার ছাড়। এই ছাড়ের বৈধতা ৩০ নভেম্বর অবধি। আপনি যে ফোনটি পছন্দ সেটি কিনতে পারেন POCO কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন:
👉 সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে
👉 ১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল
👉 Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়
👉 62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার
👉 Amazon Sale: স্মার্টফোনে 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি