‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন
(১/১০) আমাদের মনে ছোটখাটো কোন প্রশ্ন এলে সেটা সমাধানের জন্য যেটার কথা সবচেয়ে আগে বেশি মনে পড়ে সেটি হল গুগল (Google)। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ এই Google অ্যাপটি ব্যবহার করে থাকেন। এটি প্রথম চালু হয়েছিল ১৯৯৮ সালে, আর এখন সমস্ত পৃথিবীতে এটি নিজের স্থায়িত্ব প্রভাব বিস্তার করেছে।
(২/১০) কিছুদিন আগেই গুগলের ২৫ তম জন্মদিন গিয়েছে। গত ২৭ তারিখ ছিল সেই দিন। আর এই বিশেষ দিনটি উপলক্ষে Google সংস্থা একটি বিশেষ ধরনের ডুডল তৈরি করে জন্মদিন উদযাপন করেছে। আর এই ডুডলের মধ্যে Google-এর নামটি ভিন্ন রকম ভাবে লেখা রয়েছে। ডুডোলের মধ্যে google এর নামটি পরিবর্তন করে সেখানে অন্য কিছু লেখা ছিল।
(৩/১০) আজ সারা পৃথিবীব্যাপী Google নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন (Search Engine) হিসেবে সুপরিচিত। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে গুগলের এই সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রকৃতপক্ষে google নয় এর নামটি ভুলবশতই পাওয়া গিয়েছে। আজ আপনাদের সেই বিষয়েই জানাবো।
গুগলের নামের ইতিহাস (History Behind Google)
(৪/১০) Google নামটি দিয়েছে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পি.এইচ.ডি করা দুই ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তারা এই সার্চ ইঞ্জিনটি তৈরি করে। দুজনে একত্রিত হয়ে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর google চালু করেন। কিন্তু যখন এর সার্চ ইঞ্জিন তৈরি করা হয় তখন এর নাম দেওয়া হয়েছিল BackRub। কিন্তু নাম রেজিস্ট্রেশনের সময় কোম্পানি এর নাম পরিবর্তিত করে Google রাখেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই গুগলের একটি অর্থ রয়েছে।
(৫/১০) প্রকৃতপক্ষে Google হলো গণিতের একটি পরিভাষা যার অর্থ হলো ১ এবং ০০ অর্থাৎ ১০০। কিন্তু এর নাম নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় বানান ভুল করে GOOGOL-এর পরিবর্তে Google হয়ে যায়।
(৬/১০) আজ বিশ্বের প্রতিটি মানুষের কাছে google সুপরিচিত একটি নাম। যেটি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হিসেবে নিজের নামটি প্রভাব বিস্তার করেছে। মানুষের কোন কিছু সার্চ করার কথা ভাবলে গুগলে এসে হানা দেয়।
(৭/১০) তবে শুধু সার্চ ইঞ্জিন (Search Engine) হিসেবে নয় গুগল আরো অনেক পরিষেবা দিয়ে থাকে। Google মেইল পরিষেবাও প্রদান করে থাকে। শুধু তাই নয় ইউটিউব যা বিশ্বের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেটিও হল গুগলের একটি অংশ।
(৮/১০) এছাড়াও গুগল ড্রাইভ, google ম্যাপ, এন্ড্রয়েড ও এস ও এগুলো সবই google-এর অন্তর্গত। এই প্রযুক্তি সংস্থাটি চালু করেছে গুগল বার্ড এআই। আর এটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট পরিষেবা। গুগলের মালিক হলেন আমেরিকার জায়ান্ট টেক কোম্পানি অ্যালফাবেট।
(৯/১০) প্রকৃতপক্ষে google চালু করা হয়েছিল ৪ সেপ্টেম্বর কিন্তু এর জন্মদিন ২৭ সেপ্টেম্বর পালন করা হয় কিন্তু কেনো? প্রকৃতপক্ষে শুরুর প্রথমদিকে এর জন্মদিন ৪ সেপ্টেম্বরে পালন করা হতো।
(১০/১০) কিন্তু কোম্পানির সার্চ ইঞ্জিনের রেকর্ড সার্চ পেজ যোগ করার উদযাপনের দিনটি স্মরণ করে গুগলের জন্মদিন ২৭ সেপ্টেম্বর করার কথা সিদ্ধান্ত নেন। আর তারপর থেকেই ২৭ সেপ্টেম্বর গুগোলের বার্থডে পালন করা হয়ে থাকে।
আরও পড়ুন:
👉 WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন
👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)
👉 Old Mobile Tips: পুরনো মোবাইল আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! মাসিক আয় বাড়বে ২-৩ গুণ
👉 ‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র