Flipkart Sale: ফ্লিপকার্টে আসছে ‘Big Billion Day’ সেল, কোন কোন জিনিস ও কোন কোন ব্যাঙ্কে ছাড় পাবেন? জেনে নিন
Flipkart Big Billion Day 2023 Date and Time, Offers
প্রতিবছর দুর্গা পূজা উপলক্ষে ফ্লিপকার্ট কোম্পানি বিগ বিলিয়ন ডে সেল ২০২৩ (Flipkart Big Billion Day Sale 2023) ঘোষণা করে থাকেন। এই বছরও তার ব্যতিক্রম নয়। খুব শীঘ্রই এটি শুরু হতে চলেছে। যদিও নির্দিষ্ট কবে থেকে এই সেল শুরু হচ্ছে তা সেই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এটি শুরু হবে।
ফ্লিপকার্টের এই সেল থেকে আপনি যদি আইসিআইসিআই (ICICI Card), অ্যাক্সিস (Axis Bank Card) এবং কোটাক ব্যাঙ্কের কার্ড (Kotak Bank Card) দিয়ে কেনাকাটা করেন তাহলে এর জন্য আপনাকে ইনস্ট্যান্ট ছাড় (Instant Discount) দেওয়া হবে। শুধু তাই নয় ইএমআই (EMI) লেনদেন ও পেটিএমের (Paytm) মাধ্যমে কেনাকাটা করলেও পাওয়া যাবে দারুন ছাড়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির জিনিসের সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার।
আর বিশেষ করে যারা flipkart এর প্লাস মেম্বার রয়েছেন তারা আগে থেকেই কেনাকাটার সুযোগ পাবেন। জানা গিয়েছে ফ্লিপকার্টের এই সেলে বিভিন্ন নামিদামি কোম্পানির ফোন গুলির উপরও ছাড় থাকবে যেমন – ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও, অ্যাপেলের আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি এবং রিয়েলমির ফোন কিনলে এর উপর পাবেন আকর্ষণীয় ছাড়।
Flipkart Big Billion Day Sale 2023 উপলক্ষে ফ্লিপকার্ট একটি পেজ প্রকাশ করেছে। এই পেজে মাইক্রোসাইটের ই-কমার্স কর্তৃপক্ষ জানিয়েছেন যে, কোটাক ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাংকের কার্ড থেকে কেনাকাটা করবে তাদের ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে। শুধু তাই নয় এর পাশাপাশি পেটিএম ইউপিআই এবং ওয়ালেট ট্রানজাকশনের সাহায্যে কেনাকাটা করলে তার উপরও ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার ও ফ্লিপকার্ট পে লেটার ফিচার ব্যবহারের সুবিধা।
Flipkart Big Billion Day Sale 2023-এ কোন কোন ফোনের উপর ছাড় থাকবে?
- আসন্ন flipkart -এর এই সেলে যে সমস্ত ফোনগুলোর উপর ছাড় থাকবে সেগুলি হল ওপ্পো, স্যামসাং, অ্যাপেল, রিয়েলমি, গুগল, ভিভো, নাথিং, শাওমি, ইত্যাদি। এই ফোনগুলোর উপর প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
- এই সেলে স্যামসাংয়ের জনপ্রিয় মডেলটি পাওয়া যাবে সেটি হল স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা– এই ফোনটির সমস্ত ব্যাংক অফারের সঙ্গে পাওয়া যাবে মাত্র ৯২ হাজার টাকায়।
- আইফোনের দুটি সিরিজের দাম অর্থাৎ আইফোন ১৪ এবং আইফোন ১৩ এই দুটি ফোনের দাম কমার সম্ভবনা রয়েছে।
- গুগলের দুটি সিরিজের উপর যথা গুগল পিক্সেল ৭ সিরিজ এবং গুগল পিক্সেল ৬ সিরিজের দামের উপর ছাড় থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যান্য যে ফোন গুলির দাম কমবে সেগুলো হলো স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি, ভিভো ভি২৯এ, পোকো এম৬ প্রো, মোটো জি৮৪ ৫জি, মোটো জি৫৪ ৫জি, রিয়েলমি সি৫১, রিয়েলমি ১১ ৫জি, রিয়েলমি ১১এক্স ৫জি, ইনিফিনিক্স জিরো ৩০ ৫জি, ৫জি ইত্যাদি।
প্রসঙ্গত উল্লেখ্য, যারা আসন্ন ফ্লিপকার্ট সেলে ফোন কেনার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ নিচে তুলে ধরা হলো। সম্প্রতি ফ্লিপকার্ট সংস্থা জানিয়েছে যে iphone সংক্রান্ত ডিল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর। ঠিক তেমনভাবে স্যামসাং স্মার্টফোনের ডিল প্রকাশ করা হবে ৩ অক্টোবর। google pixel ফোনের ডিল প্রকাশ করা হবে ৫ অক্টোবর এবং শাওমির ডিল প্রকাশ করা হবে ৭ অক্টোবর। ফ্লিপকার্টের এই সেলে আপনি ফোন কিনলে পেয়ে যাচ্ছেন দারুন ছাড়। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না সেল শুরু হলে দ্রুত কিনে নিন আপনার পছন্দের ফোন।
আরও পড়ুন:
👉 Old Mobile Tips: পুরনো মোবাইল আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! মাসিক আয় বাড়বে ২-৩ গুণ
👉 ‘X’ Upcoming Feature: এক্স মাধ্যমে আসছে গুগল পে-এর মতো ‘পেমেন্ট’ ফিচার, ঘোষণা CEO-র
👉 iPhone ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করলো Apple! কি সেই সতর্কতা?
👉 ৩০০ দিনের ভ্যালিডিটি ১০০ টাকারও কমে! Airtel, Jio-কে কুপোকাত করা অফার BSNL-এর
👉 Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার