Flipkart Republic Day Sale 2024: ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল কবে শুরু হচ্ছে? কোন কোন ফোনের দামে ব্যাপক ছাড় থাকছে?
(১/৮) ভারতীয় প্রজাতন্ত্র (Indian Republic Day) দিবস উপলক্ষে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Flipkart আয়োজিত করতে চলেছে রিপাবলিক ডে সেল (Flipkart Republic Day Sale 2024)। ২০২৪ সালে ৬দিন ধরে অনুষ্ঠিত হবে এই অনলাইন রিপাবলিক সেলটি। আগামী ১৪ জানুয়ারি থেকে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Flipkart-এর সমস্ত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে এই রিপাবলিক ডে সেলটি(Republic Day Sale)।
(২/৮) ফ্লিপকার্টের প্লাস মেম্বারদের (Flipkart Plus Member) জন্য ১৩ জানুয়ারি থেকে শুরু হবে সেল। স্মার্টফোন (Smartphone) ছাড়াও, ল্যাপটপ (Laptop), ট্যাব (Tab), স্মার্টওয়াচ (Smart Watch), ইয়ারবাডস (Earbuds), স্মার্ট টিভি (Smart TV) ইত্যাদি প্রোডাক্টের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়। যদিও ফ্লিপকার্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে পাবেন অতিরিক্ত ছাড়।
(৩/৮) ফ্লিপকার্ট সংস্থার তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে, অ্যাপেল (Apple), স্যামসাং (Samsung), গুগল (Google) এবং রিয়েলমি(Realme)-এই চারটি স্মার্টফোনের ওপর থাকবে আকর্ষণীয় ছাড়। ১৯ জানুয়ারি অবধি উপলব্ধ থাকবে এই ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলটি (Flipkart Republic Day Sale 2024)।
(৪/৮) Flipkart Repablic Day Sale আপনি ফ্যাশন অ্যাকসেসরিজ (Fashion Accessories), ইলেকট্রনিক্স (Electronics), আসবাবপত্র (Furniture), ম্যাট্রেস (Mattress), স্মার্টটিভির (Smart TV) দামের উপর পাবেন ৮০ শতাংশ ছাড়। এছাড়া ভিন্ন ভিন্ন অ্যাপ্লায়েন্সের উপর ৮৫ শতাংশ অবধি ছাড়। বিউটি প্রোডাক্ট (Beauty Product) এবং খেলনার (Toys) সামগ্রীর উপর থাকতে চলেছে ৮৫ শতাংশ ছাড়।
কোন কোন সংস্থার ফোনের দাম কমবে বলে শোনা গিয়েছে
(৫/৮) Flipkart Republic Day Sale-এ অ্যাপেল (Apple), স্যামসাং(Samsung), রিয়েলমি (Realme) এবং মোটোরোলা (Motorola) কোম্পানি গুলির ফোনের দামের উপর থাকতে পারে আকর্ষণীয় ছাড়। তবে ফ্লিপকার্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোন স্পষ্ট ভাবে জানানো হয়নি যে উক্ত মোবাইল কোম্পানিগুলির কোন মডেল গুলোর উপরে এই ছাড়টি প্রযোজ্য থাকবে। তবে অনুমান করা হচ্ছে যে, ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৪ (iPhone 14), গুগল পিক্সেল ৭ (Google Pixel 7) এই ফোন গুলির দাম কমতে পারে।
(৬/৮) তবে ফ্লিপকার্ট ব্যানার দেখা অনুমান করা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২১ (Samsung Galaxy S 21) ফ্যান্ড এডিশন, মোটোরোলা এজ ৪০ নিও (Motorola S40 Nio), স্যামসাং এফ১৪ ৫জি (Samsung F14 5G (, রিয়েলমি সি৫৩ (Realme C53), রিয়েলমি ১১এক্স ৫জি (Realme 11X 5G), মোটো জি৫৪ ৫জি (Moto G54 5G) ফোন গুলির ওপর থাকতে চলেছে আকর্ষণীয় ছাড়। যদিও কোম্পানি তরফ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো সামনে আসেনি।
(৭/৮) তবে এবছর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করার নতুন মডেল গুলির ওপর বিশেষ খেয়াল রাখবে ফ্লিপকার্ট সংস্থা (Flipkart)। ভিভো এক্স১০০ (Vivo X 100) সিরিজ, ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11) সিরিজ, ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8), রেডমি নোট ১৩ প্রো (Redmi Note ote 13 Pro) সিরিজ, পোকো এক্স৬ (poco X6) সিরিজের ফোনগুলিতে থাকতে পারে আকর্ষণীয় ছাড়।
(৮/৮) তাছাড়াও থাকতে পারে ক্যাশব্যাক অফার (Cash Back Offer), এক্সচেঞ্জ অফার (Exchange Offer) নো কস্ট ইএমআই (No Cost EMI Offer) অফার আরও অনেক ছাড় থাকতে চলেছে। আরেকটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Amazon-তেও শুরু হতে চলেছে রিপাবলিক ডে সেল (Republic Day Sale)। Amazon-এ সেলটি শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 Fire Boltt Dream Smartwatch: বাজারে এসে গেল সিম কার্ডযুক্ত স্মার্ট ওয়াচ, দাম মাত্র ৬,০০০ টাকারও কম!