এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর
(১/১০) বর্তমান সময়ে আর্থিক লেনদেনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইউপিআই পেমেন্টস (UPI)। ছোট থেকে বড় প্রায় সমস্ত দোকানগুলিতে দেখা যায় ইউপিআই পেমেন্টস -এর ব্যবস্থা রয়েছে। আর্থিক পেমেন্টস এর ক্ষেত্রে এই পরিষেবাটি ভারতকে নতুন একটি রূপ দান করেছে। আর্থিক লেনদেনের বিষয়ে ভারতকে যে প্রসারিত করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে অধিকাংশ মানুষই ইউপিআই পেমেন্টস এর উপর নির্ভরশীল।
(২/১০) ইউপিআই পেমেন্টস(Unified Payments Interface) হলো একটি সহজ ও নিরাপদ মাধ্যম। আপনি নিশ্চিন্তে এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। এই মাধ্যমে টাকা লেনদেনের প্রধান শর্ত হলো আপনার একাউন্টে টাকা থাকতে হবে। তবে সম্প্রতি ইউপিআই পেমেন্টসে একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে।
(৩/১০) এই পরিষেবা অনুযায়ী আপনার একাউন্টে যদি টাকা না থাকে, তবুও আপনি টাকা লেনদেন করতে পারবেন। ইউপিআই লেনদেনের জন্য ভারতের ব্যাংকগুলি যে নির্দেশ জারি করেছিল দেশের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) সেই ব্যাংকগুলির জারি করা প্রাক-অনুমোদিত ক্রেডিট লাইন অনুমোদন করেছে।
(৪/১০) RBI -এর অনুমোদনের পর দেশের সমস্ত ব্যাংকগুলি প্রাক অনুমোদিত ঋণ পরিষেবা লেনদেনের জন্য ইউপিআইতে যুক্ত হবে। নতুন এ পরিষেবায় যদি কোন গ্রাহকের একাউন্টে টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক তাকে অর্থ প্রদান করবে। তবে ক্রেডিট লাইন সুবিধাটি হলো এক ধরনের ঋণ, যা ব্যাংকগুলোর তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য প্রাক-অনুমোদিত হবে।
(৫/১০) তবে ব্যাংকের তরফ থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ঋণ দেওয়া হবে। ব্যাংকের তরফ থেকে নেওয়া এই ঋণ আপনি প্রয়োজনে ইউপিআই এর অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারেন। ব্যাংকের তরফ থেকে আপনাকে যে প্রাক অনুমোদিত ঋণ প্রদান করা হবে তার উপরে সুদ নেয়া হবে।
(৬/১০) ব্যাংকের থেকে আপনি যে প্রাক অনুমোদিত ঋণ নেবেন সে বিষয়টি ব্যাংক নির্ধারণ করবে। অর্থাৎ আপনার ঋণের পরিমাণ নির্ভর করবে আপনার ক্রেডিট ইতিহাস এবং প্রোফাইলের উপর। দেখ এ বিষয়গুলি চেক করার পর সে ভিত্তি অনুযায়ী আপনাকে ঋণদান করবে। ঋণের এই সীমা প্রতিটি ব্যাক্তির থেকে আলাদা আলাদা হতে পারে।
(৭/১০) ক্রেডিট লাইনের সুবিধার ক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর ব্যাংক আপনার প্রয়োজনীয় স্ট্যাটাস চেক করে ইচ্ছামত আপনার অ্যাকাউন্টের এর সুবিধা যুক্ত করবে। যদি তারা মনে করে আপনাকে এই সুবিধাটি প্রদান করা যাবে তাহলে ব্যাংকের পক্ষ থেকে আপনাকে ক্রেডিট লাইনের সুবিধাটি দেওয়া হবে।
(৮/১০) ইউপিআই পেমেন্টস (UPI Payment)-এর নতুন এই পরিষেবাটি RBI Bank -এর গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই চালু করা হবে। ইউপিআই পেমেন্ট এর ব্যাপারে বিশেষজ্ঞরা অনেক কথায় বলেছেন।
(৯/১০) এই বিষয়ে গত মঙ্গলবার উল্লেখযোগ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও দিলীপ আসবে বলেছেন যে আমাদের দেশে ইউপিআই পেমেন্টস এর মাধ্যমে লেনদেন করার সম্ভবনা রয়েছে ১০০ বিলিয়নেরও বেশি। আর এর সংখ্যাটি বর্তমানে দেশে ইউপিআই দিয়ে করা মাসিক লেনদেনের চেয়ে দশ গুণ বেশি হবে।
(১০/১০) গ্লোবাল ফিনটেক ইভেন্টে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই ইউপিআই (UPI) পেমেন্ট ব্যবহার করে থাকেন আর এই সংখ্যাটি হল প্রায় ৩৫ কোটি। ভবিষ্যতে এই সংখ্যাটি যে আরও বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন:
👉 Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির
👉 iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি
👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন
👉 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G
👉 ৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ