Hello UPI: এবার মুখে বললেই UPI-তে টাকা ট্রান্সফার হয়ে যাবে! কি ভাবে? জেনে নিন
(১/১১) Hello UPI: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হলো ইউপিআই (UPI)। বর্তমান সময়ে আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে এটি। ছোট খাটের দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল পর্যন্ত সব জায়গাতেই ইউপিআই লেনদেনের ব্যবস্থা আছে।
(২/১১) কেন্দ্রীয় সরকার (Government of India) বারবার নতুন নতুন ফিচার এনে ইউপিআইকে সমস্ত দিক থেকে পূর্ণ করে তুলেছে। সাধারণ মানুষের পরিষেবার কথা ভেবে সদা তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)ইউপিআই পেমেন্ট – এর ক্ষেত্রে একটি নতুন ফিচার যোগ করেছে, সেটি হল এবার থেকে ইউপিআইতে ভয়েস মোডে পেমেন্ট-এর সুবিধা পাওয়া যাবে।
(৩/১১) ইউপিআই এর নতুন ফিচার যে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন এই ফিচার UPI পেমেন্ট-এর পরিষেবাকে আরো সহজ করে তুলেছে। ‘হ্যালো ইউপিআই’ (Hello UPI)-এর নতুন এই পরিষেবা চালু করেন আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস।
(৪/১১) তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে এনপিসিআই-এর এই নতুন পরিষেবা চালু করেন। ইউপিআই পেমেন্ট -এ নতুন চালু করা ফিচারস এর মাধ্যমে ইন্টারনেট অফ থিংস ডিভাইসের দ্বারা হিন্দি এবং ইংরেজিতে ভয়েস মোডের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।
(৫/১১) ইউপিআই (UPI)-এ চালু করা নতুন ফিচার্সে আপনি মোবাইলে টাইপ না করেও শুধুমাত্র ফোন কলের মাধ্যমে Hello UPI বলে টাকা লেনদেন করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রাথমিকভাবে Hello UPI ফিচারের দ্বারা ভয়েস মোডে (Voice Mode) পেমেন্ট করার জন্য সর্বোচ্চ সীমা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
(৬/১১) তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, ভবিষ্যতে এই সীমারেখা বৃদ্ধি হতে পারে। তবে NCPI এই ব্যাপারে জানিয়েছে, পেমেন্ট করার আগে ক্রেডিট লাইন ব্যবহার করে ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে পারবে।
(৭/১১) যদিও ইউপিআই লেনদেনে শুধুমাত্র দুটি ভাষায় ভয়েস মেসেজের দ্বারা টাকা ট্রান্সফার করার ফিচার যুক্ত হয়েছে। তবে আশা করা যায় আগামী দিনে এতে আরো নতুন ফিচার যুক্ত করা হবে।
(৮/১১) ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (National Payment Corporation) জানিয়েছে যে, ইউ পি আই এর নতুন ফিচারে ভয়েস পেমেন্ট অপশনে ইংরেজি ও হিন্দি ভাষা সিলেক্ট করা হয়েছে। তবে এনপিসিআই এর মতে, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধি প্রয়োগ করতে হবে, এতে দেশের ডিজিটাল অর্থ প্রদান ব্যবস্থা আরো প্রসারিত হবে।
(৯/১১) হ্যালো ইউপিআই-এর সঙ্গে সঙ্গে NPCI আরো একাধিক ফিচার লঞ্চ করেছে তার মধ্যে ইউপিআইতে ‘ক্রেডিট লাইন’ ও ‘Lite X’ পরিষেবাও রয়েছে৷ ‘ক্রেডিট লাইন’ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা অনুমোদিত ব্যাংক লোন পেতে পারবে। ‘Lite X’ পরিষেবাই অফলাইন মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন করতে পারবে। ইউপিআই লাইট ব্যবহার করে গ্রাহকরা অফলাইন মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারে। তবে এক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য নির্দিষ্ট একটি মেয়াদ নির্ধারণ করা আছে।
(১০/১১) পূর্বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র নির্ভরযোগ্য স্থান ছিল ব্যাংক কিন্তু যুগের অগ্রগতিতে এখন সে জায়গায় এসে দাঁড়িয়েছে ইউপিআই পেমেন্ট। ছোটখাটো দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল সহ প্রায় সমস্ত জায়গা গুলিতেই এখন ইউপিআই পেমেন্টের সুবিধা রয়েছে।
(১১/১১) UPI পেমেন্টস- এর জনপ্রিয়তা যে হারে বাড়ছে সে দিক থেকে আশা করা যায় যে খুব দ্রুত ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। এ বিষয়গুলোর কথা মাথায় রেখে NPCI সাধারণ মানুষকে আরো বেশি পরিষেবা প্রদান করার জন্য ইউপিআইতে নতুন নতুন ফিচার যোগ করছে।
আরও পড়ুন:
👉 Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা
👉 Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির
👉 iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি
👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন
👉 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G