Huawei Enjoy 70 Pro-এর ধামাকাদার লঞ্চ হল 108MP ক্যামেরা সহ দুর্দান্ত সব ফিচার নিয়ে
Huawei Enjoy 70 Pro: সম্প্রতি Huawei কোম্পানি তাদের ‘Enjoy 70’ সিরিজের Huawei Enjoy 70 এবং Huawei Enjoy 70 Pro বাজারে আত্মপ্রকাশ করেছে। উক্ত ফোনটিতে উপলব্ধ আছে ৬.৭ ইঞ্চির HD ডিসপ্লে। শক্তিশালী ৫০০০ mAh ব্যাটারি। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। উক্ত ফোনটির ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিন্মে দেওয়া হলো।
Huawei Enjoy 70 Pro-এর স্পেসিফিকেশন (Huawei Enjoy 70 Pro Specs)
ডিজাইন (design): Huawei Enjoy 70 Pro ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে রিং ক্যামেরা মডিউল। উক্ত ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফোনটিতে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। Huawei Enjoy 70 Pro ফোনটি ৩ রঙে আপনি কিনতে পারবেন। অবসিডিয়ান ব্ল্যাক, স্নোয়ি হোয়াইট এবং এমারেল্ড গ্রীন এই ৩টি রঙে আপনি এই ফোনটি পেয়ে যাবেন।
ডিসপ্লে (Display): Huawei Enjoy 70 Pro ফোনটিতে উপলব্ধ রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল HD ডিসপ্লে সহ LCD ডিসপ্লের সুবিধা। Huawei সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, উক্ত ফোনে আপনি স্কিন অন না করেই নোটিফিকেশন দেখতে পারবেন অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি যুক্ত করা হয়েছে।
প্রসেসর (Processor): Huawei Enjoy 70 Pro ফোনে রয়েছে 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি প্রসেসর।
স্টোরেজ (Storage): Huawei Enjoy 70 Pro ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা (Camera): Huawei Enjoy 70 Pro ফোনটিতে উপলব্ধ আছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে আছে একটি ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। অন্যটি ২ এমপি ডিপথ ক্যামেরা সেন্সর। এর সঙ্গে ফোনটিতে সেলফি এবং ভিডিও কলিং- এর উপলব্ধ রয়েছে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery): Huawei Enjoy 70 Pro ফোনে রয়েছে ৫০০০ mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪০W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
ওএস (OS): এই ফোনটি HarmonyOS-এ কাজ করতে সক্ষম।
অন্যান্য ফিচারস: Huawei Enjoy 70 Pro ফোনটিতে ওয়াইফাই(WiFi), ব্লুটুথ 5(Bluetooth 5), ইউএসবি (USB) টাইপ সি পোর্ট এবং ডুয়েল সিম 4G কানেক্টিভিটির মতো একাধিক ফিচারস-এর সুবিধা।
Huawei Enjoy 70 Pro-এর দাম (Huawei Enjoy 70 Pro Price in India)
এই মডেলটির আপনি পাবেন ২টি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
Huawei Enjoy 70 Pro মডেলটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট-এর দাম ১৬৪৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭,২০৮ টাকা।
এই মডেলটির ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট-এর দাম ১৬৪৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ১৯,৫৮৩ টাকা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
👉 লঞ্চ হল Vivo Y28 5G, এর দাম, ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন জেনে নিন
👉 এই ৩ টিপস মেনে চলুন আপনার WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, নইলে বিপদে পড়তে হবে