আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় খবর। যারা পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Smart Phone) এবং iphone ব্যবহার করে থাকেন তাদের ২৪ অক্টোবর, ২০২৩ এর পর থেকে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে।

(২/৭) আপনি হয়তো এই কথাটি শুনে অবাক হবেন বা ভুল তথ্য ভাববেন কিন্তু এটাই সত্যি। এই তথ্যটি দেওয়া হয়েছে WhatsApp প্লাটফর্ম থেকে। এরকম নতুন নিয়ম চালু করার কারণ হলো কোম্পানি এখন অপারেটিং সিস্টেমের উপর নতুন সংস্করণের কাজ করছে।

(৩/৭) তাই এমন নতুন ফিচার তৈরি করার উপর মনোযোগ দিচ্ছে। আর সেই কারণেই পুরনো অ্যান্ড্রয়েড 4.1 এবং পুরনো সংস্করণে চলতি স্মার্টফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

(৪/৭) এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ একটি অফিশিয়াল নোটিশ লিখেছে যে প্রতিবছর কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরনো ডিভাইস এবং সফটওয়্যারগুলি দেখা হয়, যেগুলি খুব পুরনো আর মানুষ সবচেয়ে কম ব্যবহার করছে। আর সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now


(৫/৭) কোম্পানির তরফ থেকে সেই পুরনো ডিভাইসগুলি চিহ্নিত করা হয়েছে। আর কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ডিভাইসগুলি লেটেস্ট সিকিউরিটি আপডেট পাবে না। নিম্নে সেই ফোনের তালিকা গুলি দেওয়া হল-

  1. iPhone 5
  2. iPhone 5c
  3. Samsung Galaxy S
  4. Samsung Galaxy S2
  5. Samsung Galaxy Nexus
  6. Samsung Galaxy Tab 10.1
  7. Sony Xperia Z
  8. Sony Xperia S2
  9. Sony Ericsson Xperia Arc3
  10. Nexus 7
  11. Asus Eee Pad Transformer
  12. Archos 53 Platinum
  13. Acer Iconia Tab A5003
  14. Grand S Flex ZTE
  15. Grand X Quad V987 ZTE
  16. HTC Desire 500
  17. HTC One
  18. HTC Desire HD
  19. HTC Sensation
  20. Huawei Ascend D1
  21. Huawei Ascend D
  22. LG Optimus G Pro
  23. LG Optimus 2X
  24. Motorola Droid Razr
  25. Motorola Xoom

(৬/৭) যারা উপরে উল্লেখিত ফোনগুলি ব্যবহার করে থাকেন তাদের ফোনে ২৪ অক্টোবরের পর হোয়াটসঅ্যাপ ডিভাইসের OS স্বয়ংক্রিয় আপডেট থাকবে না। আপনি যদি WhatsApp ব্যবহার করতে চান তাহলে আপনাকে এসব ডিভাইস বাদ দিয়ে নতুন একটি হ্যান্ডসেট ব্যবহার করতে হবে।

List of phones that WhatsApp will no longer work on from October 24

(৭/৭) তবে ক্ষেত্রে শুধু whatsapp নয়, আরো অনেক অ্যাপ রয়েছে যেগুলি পুরনো ফোনে আর থাকবে না। প্রয়োজনে আপনি সেটিংসে গিয়ে আপনার OS সংস্করণও চেক করে নিতে পারেন। WhatsApp সহ আরো কয়েকটি অ্যাপস ব্যবহার করতে চাইলে আপনাকে উপরের ফোনগুলি বাদে নতুন একটি সেট কিনতে হবে।

আরও পড়ুন:

👉 Android Device Security: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারত সরকারের সতর্কবার্তা, কোথায় বিপদ? কী ভাবে সুরক্ষিত থাকবেন?

👉 Google Chrome-এর ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, নিজের ফোন-ল্যাপটপ কী করে নিরাপদে রাখবেন?

👉 Google Search Mistake: ভুলেও এসব জিনিস গুগলে সার্চ করবেন না, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ!

👉 Smart Phones: দুর্দান্ত ক্যামেরা সহ অ্যামাজন সেলে ২০ হাজারের কমে পাবেন যে ফোনগুলি

👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *